বাংলাদেশ ক্রিকেট নিয়ে আলোচনা যেন লেগেই থাকে। আরও নির্দিষ্ট করে বললে, মাঠের ভেতরে ক্রিকেটারদের খেলা, পারফর্ম্যান্স, গঠনমূলক সমালোচনা বাদ দিয়ে মাঠের বাইরের বিভিন্ন ইস্যু নিয়ে সবসময় লেগে থাকে আলোচনা। এবার যেমন আলোচনা বিসিবির সভাপতি নিয়ে। ফারুক আহমেদকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে, নতুন করে দায়িত্ব নিতে চলেছেন লাল-সবুজের দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
এদিকে বাংলাদেশের ক্রিকেটে যখন এসব নিয়ে আলোচনা তখন সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, দেশের ক্রিকেট বোর্ডে ক্রিকেট ছাড়া বাকি সবকিছু হচ্ছে।
বিজ্ঞাপন
নানা অনিয়মের কারণে বিসিবির সভাপতি পদ হারিয়েছেন ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ফারুকের পরিচালক পদ বাতিল করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সভাপতির পদও আর থাকছে না তার হাতে।
আরও পড়ুন- যেসব অনিয়মের কারণে বিসিবির সভাপতি পদ হারালেন ফারুক
আরও পড়ুন- এশিয়ান কাপ বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত, যাদের পেল বাংলাদেশ
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমানে পাকিস্তান সফরে আছে। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে টাইগাররা। পাকিস্তানে ব্যক্তিগত কাজে আছেন তামিম ইকবাল। সেখানেই বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি কথা বলেছেন এসব নিয়ে।
বিজ্ঞাপন
তামিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের বোর্ড এটা কিন্তু ক্রিকেট ছাড়া সবকিছু হচ্ছে। কে আসবে, কে যাবে; কে সভাপতি হবে, কে হবে না কিংবা কে নির্বাচন করবে বা কে করবে এগুলো তো ছোট একটা অংশ। বাংলাদেশের ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহ কমে যেতে শুরু করেছে। আমার মনে হয়, সভাপতি কে হবেন.... সেটা তো আমার বলাতে কিছু যায় আসে না। যারা আছেন বা আসবেন.. ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ ক্রিকেট এর জৌলুস হারাচ্ছে।’
তামিম আরও বলেন, ‘এটা স্বীকার করতে হবে যে আমরা স্ট্রাগল করছি। এটা আমরা কখনও মানতে চাই না। শুধু জাতীয় দলই না, প্রতিটি ক্রিকেটীয় দিক থেকে আমরা স্ট্রাগল করছি। এই জিনিসটা মেনে নিয়ে কিভাবে এখান থেকে বের হওয়া যায় সেটা নিয়ে আগাতে হবে। ক্রিকেট বাদে আমি সবকিছু দেখছি এখানে।’

