পাকিস্তান সফর যেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের জন্য এক ধরনের অশনিসংকেত হয়ে দাঁড়িয়েছে। এক বছর আগে, ২০২৪ সালের ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ দল। সেদিনই বিসিবি সভাপতি হিসেবে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। ঠিক এক বছর না পেরোতেই, একই ভেন্যুতে, এবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগ মুহূর্তে বোর্ড সভাপতি ফারুক আহমেদকে নিয়ে শুরু হয়েছে নতুন নাটক।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের পরিচালক পদে থাকা মনোনয়ন বাতিল করেছে। ফলে তাঁর বিসিবি সভাপতির পদও অনিশ্চয়তায় পড়ে গেছে। কারণ, গত বছর আগস্টে এনএসসি মনোনীত পরিচালক হিসেবেই বিসিবির সভাপতি হয়েছিলেন ফারুক। যে পথে এসেছিলেন, সেই পথেই বিদায়। এটিকে অনেকেই কাকতালীয় বললেও, ফারুক আহমেদ একে দেখছেন ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’ হিসেবে।
বিজ্ঞাপন
ঘটনার আকস্মিক মিল দেখে হাসছেন পাকিস্তানের বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক শাহিদ হাশমিও। তিনি মজা করে বলেন, ‘হা হা, এটা তো আমাদের দোষ না, আমরা তো আপনাদের টেস্ট সিরিজটা দিয়েছিলাম।’
উল্লেখ্য, সদ্যবিদায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনেই ঐতিহাসিকভাবে পাকিস্তান সফরে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে ফারুক আহমেদ সভাপতি হওয়ার পরই বরখাস্ত করেন এই লঙ্কান কোচকে। সেটা শুনে হাশমির প্রতিক্রিয়া, ‘ইন্টারেস্টিং!’
বোর্ডের ভেতরে চলমান অস্থিরতা পৌঁছায় চূড়ান্ত রূপে। বিসিবির ৮ পরিচালক আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চিঠি দিয়ে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানান। এনএসসি সেই অনাস্থা আমলে নিয়ে ফারুকের মনোনয়ন বাতিল করে, ফলে সভাপতির পদ শূন্য হয়ে পড়ে।
এই শূন্যস্থানে আসছেন আমিনুল ইসলাম বুলবুল। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করা দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি বসতে যাচ্ছেন বিসিবির সর্বোচ্চ পদে। এর আগে তিনি আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন, অভিজ্ঞতা রয়েছে বিশ্ব ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ অঙ্গনে।
বিজ্ঞাপন
ফারুক আহমেদের শূন্য পদে তাঁকে প্রথমে বিসিবি পরিচালনা পর্ষদে এনএসসি মনোনীত পরিচালক হিসেবে যুক্ত করা হবে। এরপর পরিচালনা পর্ষদের সভায় আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে নির্বাচিত হবেন তিনি। জানা যায়, সব কিছু ঠিক থাকলে আজই বিসিবির সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন আমিনুল ইসলাম বুলবুল।

