অবশেষে নিজের ছেলেবেলার ক্লাবে ফিরছেন আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া। বেনফিকার উইঙ্গার বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, তিনি ফিরে যাচ্ছেন আর্জেন্টিনার রোসারিও সেন্ট্রালে, যেখানে ১০ মাস আগে পরিবারের ওপর মৃত্যুহুমকির কারণে ফিরতে পারেননি।
৩৭ বছর বয়সি দি মারিয়া ২০০৫ সালে রোসারিওতে নিজের পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন। বৃহস্পতিবার ক্লাবটি তাদের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিওর সঙ্গে লিখেছে, “আমাদের গল্পের আরও অনেক পৃষ্ঠা বাকি। স্বাগতম, ঘরে ফিরে এসেছো।”
বিজ্ঞাপন
দি মারিয়া মাত্র দুই মৌসুম খেলেছিলেন রোসারিওর হয়ে, তারপর পাড়ি জমান ইউরোপে বেনফিকার সঙ্গে। এরপর তার ক্যারিয়ার ইউরোপের বড় বড় ক্লাবে- রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাস। ইউরোপে ৭০০-এর বেশি ম্যাচ খেলেছেন তিনি।
গত গ্রীষ্মেই ফ্রি এজেন্ট হিসেবে রোসারিওয় ফিরে আসার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তখন রোসারিও অঞ্চলে মাদকের সহিংসতা বেড়ে যায় এবং তার পরিবারকে একের পর এক হুমকি দেওয়া হয়। সেই কারণেই ফিরে আসার স্বপ্ন থামিয়ে দিতে হয়েছিল।
গত জুলাইয়ে দি মারিয়া বলেছিলেন, “আমার বোনের দোকানে হুমকির চিঠি রাখা হয়েছিল, একটি শূকরের কাটা মাথা, কপালে গুলি আর একটি নোট, যেখানে লেখা ছিল, যদি আমি রোসারিও সেন্ট্রালে ফিরি, তাহলে পরের মাথাটা হবে আমার মেয়ে পিয়ার। সেই কয়েক মাস ছিল ভয়াবহ। আমরা শুধু বসে বসে প্রতিরাতে কাঁদতাম, কারণ সেই স্বপ্নের ফেরাটা সম্ভব হচ্ছিল না।”
দি মারিয়ার শিরোপার তালিকাও বেশ লম্বা, ইউরোপে তিন দেশের লিগ শিরোপা, ২০১৩-১৪ মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ, আর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও দুই কোপা আমেরিকার শিরোপা জিতেছেন তিনি।
বিজ্ঞাপন
২০২৩ সালে দ্বিতীয়বারের মতো বেনফিকায় ফেরেন দি মারিয়া, আর চলতি মৌসুমের ক্লাব বিশ্বকাপের (যা আগামী মাসে যুক্তরাষ্ট্রে) পরেই তিনি আনুষ্ঠানিকভাবে ক্লাব ছাড়বেন। এবার সত্যিই শুরু হতে যাচ্ছে তার সেই স্বপ্নের ‘ঘরে ফেরা’।

