সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিকালে বিসিবির জরুরি বোর্ড সভা, দায়িত্ব নেবেন নতুন সভাপতি! 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২৫, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

বিকালে বিসিবির জরুরি বোর্ড সভা, দায়িত্ব নেবেন নতুন সভাপতি! 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। সরকার ও পরিচালকদের চাপের মুখে কোণঠাসা বিসিবি সভাপতি ফারুক আহমেদ এখন প্রায় বিদায়ের মুখে। ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক কোটায় তাঁর বাদ পড়ার পর বিসিবি সভাপতির পদে টিকে থাকার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছেন তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টায় বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভাকে ঘিরে বেড়েছে কার্যনির্বাহী কমিটির ব্যস্ততা। সভায় উপস্থিত থাকতে বিসিবির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ও পরিচালকেরা প্রস্তুত।


বিজ্ঞাপন


জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় নতুন কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। গতকাল বিসিবির কার্যনির্বাহী পরিষদ তাঁর কাউন্সিলরশিপ অনুমোদন করেছে। ফলে তিনি এখন বৈধভাবে বোর্ড পরিচালকের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। 

এই অবস্থায় আজকের বোর্ড সভায় অংশ নিয়ে তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেন। সেখানে তাঁকে পদত্যাগের অনুরোধ জানানো হলেও ফারুক সাফ জানিয়ে দেন, তিনি স্বেচ্ছায় পদ ছাড়বেন না।

তবে চলমান পরিস্থিতি এবং পরিচালকদের সমর্থনে আমিনুল ইসলামের অবস্থান শক্ত হওয়ায় বিসিবির নেতৃত্বে পরিবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর