ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেই গিল প্রথমবারের মতো ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন। তবে এই ঘোষণা আসার আগেই আলোচনায় উঠে এসেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
রবিচন্দ্রন অশ্বিনের পডকাস্টে অংশ নিয়ে জাদেজা জানান, অবসর নেওয়ার আগে তিনি ভারতের টেস্ট দলের অধিনায়ক হতে চান। অশ্বিন তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘অবসর নেওয়ার আগে তুমি ক্রিকেটে কী অর্জন করতে চাও?’ — জবাবে জাদেজা বলেন, ‘টেস্ট অধিনায়কত্ব।’
বিজ্ঞাপন
জাদেজার এই মন্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন ফেলে। প্রসঙ্গত, টেস্ট অধিনায়কের খোঁজ চলাকালীন অশ্বিন নিজেই টুইট করেছিলেন, ‘বুমরাহ যদি রাজি থাকেন, তবে তাকেই অধিনায়ক করা হোক। আর না হলে, জাদেজাও হতে পারেন একটি ভালো বিকল্প।’
তবে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট শুভমন গিলের ওপর আস্থা রাখে। সূত্রের খবর, নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর এই সিদ্ধান্তে মুখ্য ভূমিকা পালন করেছেন।
অধিনায়কত্ব নিয়ে জাদেজার অভিজ্ঞতা খুব বেশি নয়। ২০২৩ সালের রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে অধিনায়কত্ব করেছিলেন তিনি। এছাড়াও, আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করলেও মাঝপথে সেই দায়িত্ব ছেড়ে দেন।
তবে টেস্ট অধিনায়কত্ব নিয়ে একটি মজার মন্তব্য করে আবারও আলোচনায় উঠে এসেছেন জাদেজা। তাঁর মতে, টেস্ট অধিনায়কত্ব টি-টোয়েন্টির তুলনায় অনেক সহজ। তিনি বলেন, ‘প্রতিটি অধিনায়কেরই দল পরিচালনার নিজস্ব ধরন থাকে। আমি এমএস ধোনির অধীনে খেলেছি, ওর চিন্তাভাবনা খুব সহজ। যেমন, যদি কোনও ব্যাটসম্যান একটা নির্দিষ্ট অঞ্চলে বেশি খেলতে পছন্দ করে, ধোনি ঠিক সেখানেই ফিল্ডার রাখতেন।’
বিজ্ঞাপন
জাদেজা আরও যোগ করেন, ‘টেস্টে ফিল্ডিং পরিবর্তন খুব একটা হয় না। দু'একজন ফিল্ডার বদলালেও সেটা হয় বোলারের হিসেব অনুযায়ী। ব্যাটসম্যানের খেলার ধরণ অনুযায়ী বেশি পরিবর্তন হয় না। কিন্তু টি-টোয়েন্টিতে, বিশেষ করে আইপিএলে, প্রায় প্রতি বলেই ফিল্ডিং বদলাতে হয়। টেস্টে ব্যাটিং অর্ডারও সেভাবে পরিবর্তন করার প্রয়োজন হয় না।’

