সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমিরাতের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে আজ পাকিস্তান মিশনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৮:৫১ এএম

শেয়ার করুন:

আমিরাতের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে আজ পাকিস্তান মিশনে বাংলাদেশ

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে পরাজয়, এরপর দেশের বাইরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হার। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সময়টা ভালো কাটেনি। ব্যর্থতার এমন পেছনে পড়ে এবার সামনে চ্যালেঞ্জ আরও কঠিন পাকিস্তান। সাম্প্রতিক পারফরম্যান্স আশাব্যঞ্জক না হলেও অধিনায়ক লিটন দাসের কণ্ঠে আত্মবিশ্বাসের ঘাটতি নেই।

এ পর্যন্ত সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে পাকিস্তান ১৬টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টিতে। ২০১৬ সাল থেকে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ।


বিজ্ঞাপন


লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বুধবার পাকিস্তানের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ। সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে লিটন জানালেন, পুরনো ব্যর্থতা ভুলে এবার নতুনভাবে শুরু করতে চায় তার দল।

টাইগার অঅধিনায়ক বলেন, “সবশেষ সিরিজে আমরা প্রত্যাশামতো খেলতে পারিনি। তবে এটি নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। আমরা জানি, কোথায় ভুল করেছি এবং সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব।”

আরব আমিরাতের কাছে লজ্জাজনক হারের পর সমালোচনার মুখে পড়ে দল। তবে এসবকে ইতিবাচকভাবে নেওয়ার কথাই বললেন অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন।

লিটন বলেন, “ভালো না খেললে আলোচনা-সমালোচনা হবেই। তবে আমরা জানি, কীভাবে ভালো ক্রিকেট খেলা যায় এবং সেই অনুযায়ী কাজ করছি। আমাদের দলটা ভারসাম্যপূর্ণ এবং আমরা ভালো ম্যাচ উপহার দিতে চাই।”


বিজ্ঞাপন


পাকিস্তানে পৌঁছে মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। প্রথম দিনের অনুশীলনের পর প্রধান কোচ ফিল সিমন্স বলেন, আমিরাতের বিপক্ষে হার মনোবলে প্রভাব ফেলেনি। লিটনও মনে করছেন, অতীত ভুল থেকে শিক্ষা নিয়েই এবার নতুন রূপে দেখা দেবে বাংলাদেশ।

গত বছর রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। যদিও এবার ভিন্ন সংস্করণ, তবুও সাফল্যের সেই স্মৃতি অনুপ্রেরণা জোগাচ্ছে দলকে।

“এটা আলাদা সিরিজ, আলাদা চ্যালেঞ্জ। তবে আমাদের বিশ্বাস আছে, বিশ্বের যেকোনো দলকে হারাতে পারি। শুধু ভালো ক্রিকেট খেলতে হবে।”

ফল নয়, বরং প্রক্রিয়া ও উন্নতির ওপর জোর দিচ্ছেন লিটন।  “আমাদের লক্ষ্য শুধু জেতা নয়, ভালো ক্রিকেট খেলা এবং দল হিসেবে উন্নতি করা। যদি আমরা প্রক্রিয়াটাকে ঠিকভাবে অনুসরণ করতে পারি, তাহলে সাফল্যও আসবে।”

এক সময় ক্যারিবীয় সফরে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টিতে সুদিনের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। তবে ধারাবাহিকতার অভাব প্রশ্ন তুলে দিয়েছে দলের সামর্থ্য নিয়ে।

“ধারাবাহিক হতে পারলে আমরা বিশ্বের সেরা দলে পরিণত হতাম। পেছনের দল হিসেবে আমাদের ঘাটতি আছে, এবং আমরা সেটি নিয়ে কাজ করছি।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর