মাসের পর মাস ধরে আল-নাসরের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে, কিন্তু এখনো কোনো সমাধান মেলেনি। এরই মধ্যেই সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় পোস্ট দিয়ে গুঞ্জন আরও উসকে দিলেন ৪০ বছর বয়সী পর্তুগিজ তারকা। রোনালদো তার ইনস্টাগ্রামে লিখেছেন, “এই অধ্যায় শেষ। গল্পটা? এখনো লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞ।” অনেকেই মনে করছেন, এটা বুঝিয়ে দিচ্ছে যে তিনি আল-নাসরকে বিদায় জানাতে যাচ্ছেন।
২০২৩ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আল-নাসরে গিয়ে রোনালদোই হয়েছিলেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার। কিন্তু আগামী মাসেই তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিডের সঙ্গে এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন, রোনালদো ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতে পারেন।
বিজ্ঞাপন
ইনফান্তিনো বলেন, “রোনালদোও কোনো দলের হয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলতে পারে। কিছু ক্লাবের সঙ্গে আলোচনা চলছে, কোনো ক্লাব যদি রোনালদোকে নিতে চায়… কে জানে, কে জানে।”
এই বছর জুনে যুক্তরাষ্ট্রে বসছে ৩২ দলের ক্লাব ওয়ার্ল্ড কাপ। ম্যানচেস্টার সিটি, চেলসির মতো বড় ক্লাবেরা থাকছে এই টুর্নামেন্টে, আর নতুন ফরম্যাট ও ১ বিলিয়ন ডলারের প্রাইজমানি নিয়ে ফিফার জন্য এটি বড় ইভেন্ট। আল-নাসর অবশ্য এই আসরের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি, ফলে সৌদি আরব থেকে কেবল আল-হিলাল খেলবে। ধারণা করা হচ্ছে, রোনালদো আল-নাসর ছেড়ে কোনো ক্লাব ওয়ার্ল্ড কাপের দলের সঙ্গে স্বল্পমেয়াদী চুক্তি করতে পারেন। এরপর নতুন মৌসুমের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এ জন্য জুনের শুরুতে বিশেষ ১০ দিনের একটি ট্রান্সফার উইন্ডো খুলেছে ফিফা, যেন ক্লাবগুলো এই প্রতিযোগিতার জন্য খেলোয়াড় কিনতে পারে। আর রোনালদোর মতো তারকার উপস্থিতি টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে বলেই আশা করছে আয়োজকেরা। এমনকি উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামি খেললেও এখনো ম্যাচের অনেক টিকিট অবিক্রিত থেকে গেছে। উল্লেখযোগ্য যে, ইন্টার মায়ামি আসলে ক্লাব ওয়ার্ল্ড কাপের যোগ্যতা অর্জন করেনি; ইনফান্তিনো নিয়ম বদলে তাদের সুযোগ করে দিয়েছেন।
যদি রোনালদো এই আসরে খেলেন, তাহলে সম্ভবত কোনো ইউরোপিয়ান ক্লাবে নয়। মরক্কোর ক্লাব উইদাদ, যারা ম্যান সিটির গ্রুপেই আছে, তাদের আগ্রহ রয়েছে। মেক্সিকান ক্লাব মোন্তেররেয়েও আগ্রহ দেখিয়েছে, যেখানে তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ সার্জিও রামোস খেলছেন। এমনকি ব্রাজিল থেকেও কিছু গুঞ্জন শোনা যাচ্ছে।
বিজ্ঞাপন
একটা বিষয় পরিষ্কার, সৌদি আরব ছাড়লেও রোনালদো এখনো ফুটবল থেকে বিদায় নিচ্ছেন না। সবশেষ মৌসুমের শেষ ম্যাচে আল-নাসরের হয়ে তিনি তার ক্লাব ক্যারিয়ারের ৮০০তম গোল করেছেন যা তার ক্যারিয়ারের ৯৩৬তম গোল! দল যদিও আল-ফাতেহর কাছে ৩–২ গোলে হেরে লিগ শেষ করেছে তৃতীয় স্থানে, তবে রোনালদো ছিলেন সৌদি প্রো-লিগের শীর্ষ গোলদাতা।

