সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্য প্যানেলে থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্য প্যানেলে থাকছেন যারা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা শেষ হয়েছে গত ২৫ মে। ফ্র্যাঞ্চাইজি এ লিগের খেলা শেষে খুব বেশি বিশ্রাম নেওয়ার সুযোগ নেই পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঘরের মাঠে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ।

ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নতুন কোচ মাইক হেসনের অধীনে এবারই প্রথম সাদা বলের ক্রিকেটে মাঠে নামতে চলেছে ম্যান ইন গ্রিনরা।


বিজ্ঞাপন


আসন্ন এ সিরিজের জন্য তারকাখচিত ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ এক বিবৃতিতে ৫ সদস্যের ধারাভাষ্য প্যানেলের কথা জানিয়েছে পিসিবি।

Gr85aSqXUAAf_Nc

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ধারাভাষ্যে থাকবেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক আমির সোহেলও থাকছেন ধারাভাষ্যে। এছাড়া টেস্ট ক্রিকেটার বাজিদ খান এবং খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক মাইক হেইসম্যান আছেন ধারাভাষ্যে।

বাংলাদেশ থেকে ধারাভাষ্য প্যানেলে থাকবেন বাংলাদেশের সাবেক তারকা আতহার আলী খান। এদিকে আসন্ন সিরিজে উপস্থাপক হিসেবে থাকবেন জনপ্রিয় উপস্থাপিকা জয়নাব আব্বাস।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর