চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপার মঞ্চ আগেই তৈরি ছিলো লিভারপুলের। ফলে প্রিমায়ার লিগের শেষ ম্যাচ ড্র করেও শিরোপা উৎসবে মাতে মোহাম্মদ সালাহার দল। সোমবার রাতে বিজয় উৎসব করছিলো অলরেডরা। এ সময় হঠাৎ এক কালো রঙের গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে অন্তত ৫০ জন আহত হন, যাদের মধ্যে ৪ জন শিশু রয়েছে। এমনটায় জানায় ইউরোপের একাধিক গণমাধ্যমে।
এ ঘটনা নিয়ে মার্সিসাইড পুলিশ জানিয়েছে, ঘটনায় ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে না। পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস বলেন, 'আমরা বিশ্বাস করি, এটি একটি একক ঘটনা। আমরা আর কাউকে খুঁজছি না। এটি সন্ত্রাসবাদ নয় এবং আমরা তা হিসেবে বিবেচনা করছি না।'
বিজ্ঞাপন
নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান ডেভিড কিচিন জানান, আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন শিশু ও আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঘটনাস্থলে প্রায় ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, দ্রুতগতির একটি গাড়ি হঠাৎ করে জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে অনেকে পড়ে যান, আহত হন। লোকজন গাড়িটিকে থামানোর চেষ্টা করেন এবং উত্তেজিত হয়ে গাড়ির পিছনের জানালাও ভেঙে ফেলা হয়।
ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এক বিবৃতিতে বলেন,'পুরো দেশ লিভারপুলের পাশে আছে। যারা আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের সমর্থন ও সহানুভূতি রইল। পুলিশ এবং জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ও সাহসিকতার সঙ্গে কাজ করেছে।

