রাজনৈতিক অস্থিরতার পর থেকে দীর্ঘদিন দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। দেশে ফিরেও শেষ পর্যন্ত নিজের ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলা হয়নি। পরে বোলিং অ্যাকশনের সমস্যায় পড়েন তিনি। একপর্যায়ে মাঠের বাইরে চলে যেতে হয় সাবেক এই টাইগার অধিনায়কের।
সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে মাঠে ফিরেছেন সাকিব। লাহোর কালান্দার্সের হয়ে খেললেও পারফরম্যান্সে ছন্দে ছিলেন না তিনি। ফলে জাতীয় দলে তার ফেরা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে সোমবার (২৬ মে) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘চ্যাপ্টার ক্লোজ’ নয়, বরং সাকিব এখনও নির্বাচকদের বিবেচনায় রয়েছেন।
তিনি বলেন, ‘অবশ্যই নয়। আমাদের টিম ম্যানেজমেন্ট ও সিলেক্টরদের বিবেচনায় সাকিব সবসময়ই থাকে। অ্যাকশন শোধরানোর পর এটা তার প্রথম টুর্নামেন্ট। আরও কিছু ম্যাচ খেলুক, তারপর চূড়ান্ত কিছু বলা যাবে।’
মিঠু আরও বলেন, ‘সাকিব একজন বিশ্বমানের খেলোয়াড় এবং যে কোনো দলের জন্যই বড় সম্পদ।’

