সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানে পৌঁছেছেন তানজিম-সাকিবরা, পুরো বাংলাদেশ দল যাবে কবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানে পৌঁছেছেন তানজিম-সাকিবরা, পুরো বাংলাদেশ দল যাবে কবে

সংযুক্ত আরব আমিরাত সফরে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারলেও, সেই দুঃস্মৃতি পেছনে ফেলে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল। এবার টাইগারদের সামনে কঠিন অ্যাসাইনমেন্ট পাকিস্তান সফর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এরই মধ্যে দুই দলে ভাগ হয়ে দেশটিতে পৌঁছাচ্ছেন ক্রিকেটাররা।

প্রথম বহরের ১০ জন ইতোমধ্যেই পাকিস্তানে পৌঁছেছেন। এই দলে আছেন চার ক্রিকেটার হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। তাঁদের সঙ্গে রয়েছেন ম্যানেজার নাফিস ইকবাল এবং কয়েকজন সাপোর্ট স্টাফ। বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা পৌঁছাবেন সোমবার, ২৬ মে ভোরের মধ্যেই।


বিজ্ঞাপন


দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, দুই ভাগে বিভক্ত হয়ে খেলোয়াড়রা পাকিস্তানে যাচ্ছেন। দ্বিতীয় দলও আজই সংযুক্ত আরব আমিরাত থেকে রওনা দিচ্ছে।

এদিকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজুর রহমান গতকাল নিজের শেষ ম্যাচ খেলেছেন। শিগগিরই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।

বাংলাদেশ দল সিরিজ শুরুর আগে সময় নষ্ট করতে চায় না। ২৬ মে পূর্ণ দল একত্রিত হওয়ার পর সেদিনই শুরু হবে অনুশীলন। ২৭ মে হবে দ্বিতীয় দিনের অনুশীলন। এরপর ২৮ মে লাহোরে মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ মে ও ১ জুন।

স্কোয়াডে থাকা রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ ইতোমধ্যে পাকিস্তানেই অবস্থান করছেন। তাঁরা লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে খেলছেন। ২৫ মে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ফাইনাল খেলে তারা জাতীয় দলে যোগ দেবেন।


বিজ্ঞাপন


সংযুক্ত আরব আমিরাতের কাছে হারের পর বাংলাদেশের জন্য এই সিরিজ হবে ঘুরে দাঁড়ানোর সুযোগ। পাকিস্তানও ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে না। তাই দুই দলের কাছেই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর