সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইপিএলে সাকিবকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০২৫, ০২:৩৭ এএম

শেয়ার করুন:

S-M
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবচেয়ে সফল বোলার হিসেবে এতদিন রাজত্ব করে আসছিলেন সাকিব আল হাসান। তবে এবার সেই মুকুট উঠে গেল মুস্তাফিজুর রহমানের মাথায়। দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে আইপিএলে উইকেটের দিক দিয়ে সাকিবকে ছাড়িয়ে গেছেন 'কাটার মাস্টার' খ্যাত এই পেসার।

জয়পুরে অনুষ্ঠিত পাঞ্জাবের বিপক্ষে শেষ ম্যাচে চার ওভারে ৩৩ রান দিয়ে মুস্তাফিজ তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। এর ফলে আইপিএলে তার মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৬৫, মাত্র ৬০ ম্যাচে। অন্যদিকে, সাকিব আল হাসান ৭১ ম্যাচ খেলে নিয়েছেন ৬৩টি উইকেট।


বিজ্ঞাপন


চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসে জায়গা পান ফিজ। যদিও তার দল দিল্লি প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে, তবুও ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়িয়েছেন বাঁহাতি এই পেসার। চলতি আসরে এখন পর্যন্ত তিনি খেলেছেন ৩টি ম্যাচ, যেখানে তার ঝুলিতে জমা পড়েছে ৪টি উইকেট।

দলের শেষ ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে আইপিএল ২০২৫ মিশন শেষ করেছেন কাটার মাস্টার। এদিকে সাকিব আল হাসান খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তার দল লাহোর কালান্দার্স আজ ফাইনালে মুখোমুখি হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে। পিএসএলে নিজের অভিজ্ঞতা ও পারফরম্যান্স দিয়েই আলো ছড়াচ্ছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

এএইচ/এসটি
    
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর