ব্যক্তিগতভাবে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ক্লাবকে দ্বিতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন সালাহ। আর তাতে চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে অ্যানফিল্ডের দলটি।
মিশরীয় ফরোয়ার্ড এবারের মৌসুমে করেছেন ২৮টি গোল, সঙ্গে দিয়েছেন ১৮টি অ্যাসিস্ট। মোট ৪৬ গোলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন তিনি, যা প্রিমিয়ার লিগের ৩৮ ম্যাচের মৌসুমে এক নতুন রেকর্ড। এমনকি ৪২ ম্যাচের মৌসুমেও এত বেশি অবদান রাখেননি অ্যালান শিয়ারার বা অ্যান্ড্রু কোলের মতো কিংবদন্তিরা।
বিজ্ঞাপন
২০১৭-১৮ মৌসুমের পর দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় হয়েছেন সালাহ। এর মাধ্যমে থিয়েরি অঁরি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেমাঞ্জা ভিদিচ ও কেভিন ডি ব্রুইনার পর পাঁচবারের একজন হিসেবে দুইবার এই সম্মাননা পেলেন তিনি।
৩২ বছর বয়সী সালাহ এবার গোল্ডেন বুট জয়ের দৌড়েও এগিয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউক্যাসেল ইউনাইটেডের আলেক্সান্দার আইসাকের চেয়ে পাঁচ গোল এগিয়ে তিনি। পাশাপাশি, অ্যাসিস্টের দিক থেকেও সবার শীর্ষে নিকটতম খেলোয়াড়ের চেয়ে ছয়টি বেশি অ্যাসিস্ট করেছেন।
সবকিছু ঠিকঠাক চললে সালাহ হতে পারেন ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি এক মৌসুমে গোল্ডেন বুট, গোল্ডেন প্লেমেকার এবং মৌসুমসেরা খেলোয়াড়। এই তিনটি পুরস্কারই জিতবেন।
এর আগে এই মাসের শুরুতে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটে মৌসুমের বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি, যা ছিল তার ক্যারিয়ারের তৃতীয় এ ধরনের স্বীকৃতি।

