বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে চাপের সময় এলোমেলো খেলা এক বড় সমস্যা হিসেবে দেখা যায়। সাম্প্রতিক সময়ের সংযুক্ত আরব আমিরাত সফর ও 'এ' দলের সিলেট টেস্ট সেই সমস্যার তাজা উদাহরণ। অনেক সময় ব্যক্তিগত মাইলফলক কিংবা পরিসংখ্যান ভালো করার জন্য ক্রিকেটাররা দলের জয়ের সুযোগ নষ্ট করে দেয়! এমন প্রশ্ন বহুদিন ধরে সমর্থকদের মনে ঘুরপাক খায়, এত সুযোগ থাকা সত্ত্বেও কেন বাংলাদেশের এই অবস্থা?
নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের 'এ' দলের হারের পর সংবাদ সম্মলনে এই প্রশ্নের জবাব দিয়েছেন নুরুল হাসান সোহান। তিনি বলেন, বাংলাদেশ দলের এই অসঙ্গতি মূলত মানসিক প্রতিবন্ধকতার কারণে। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হার এবং সিলেটে শেষ মুহূর্তে ম্যাচ হারানোর পেছনে এই মানসিক চাপ কাজ করেছে।
বিজ্ঞাপন
সোহান বলেন, 'ভারতের রঞ্জি ট্রফি ও আইপিএলের মতো টুর্নামেন্টে খেলোয়াড়রা স্বাধীনভাবে খেলতে পারে, ফলে তাদের মানসিক প্রতিবন্ধকতা কম থাকে। কিন্তু বাংলাদেশের ক্রিকেট কাঠামোতে এমন স্বাধীনতা নেই, তাই খেলোয়াড়রা দলে এসে মানসিকভাবে দমে যায়।'
তিনি আরও বলেন, 'দলের মধ্যে একটি সংস্কৃতি বদলাতে হবে যেখানে খেলোয়াড়রা ব্যক্তিগত অর্জনের চিন্তা না করে দলকে জেতানোর জন্য খেলবে। সোহান 'এ' দলে অধিনায়ক হিসেবে এমন সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করছেন, যেখানে সবাই মিলে দলকে সামনে নিয়ে যেতে চায়।'
সোহান বলেন, 'আমি যখন অধিনায়ক হয়েছি, খেলোয়াড়দের বলেছি এখানে আমরা জাতীয় দলের বাইরে থাকলেও ব্যক্তিগত লক্ষ্য নয়, দলকে জেতানোই প্রধান উদ্দেশ্য। ড্রেসিংরুমে কখনো ব্যক্তিগত সাফল্যের কথা ওঠেনি, বরং সবাই মিলেই কিভাবে দলকে জয়ী করা যায় সেই কথাই হয়েছে।'
তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, 'এই সংস্কৃতি পরিবর্তন শুধু আমার বা কারো একার কাজ নয়, সবার সহযোগিতা লাগবে।'

