টেস্ট ক্রিকেটে ভারতের নতুন যুগের সূচনা হতে চলেছে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। এর কদিন পরই ঐটিহ্যবাহী এ ফরম্যাটকে বিদায় বলেন বিরাট কোহলিও। এদিকে রোহিতের বিদায়ের পর ভারতের নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে ছিল আলোচনা। অবশেষে নতুন অধিনায়কের নাম জানাল ভারত।
ভারতের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন শুবমান গিল। ইংল্যান্ড সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন এই তরুণ ব্যাটার। ইংলিশদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বিসিসিআই। অধিনায়ক গিলের সহযোগী হিসেবে ঘোষণা করা হয়েছে রিশব পন্তের নাম। এছাড়া দলে সুযোগ পেয়েছেন একঝাক তরুণ ক্রিকেটার।
বিজ্ঞাপন
ইংল্যান্ড সফরের জন্য ভারতের টেস্ট স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন সাই সুদর্শন, আর দীর্ঘদিন পর দলে ফিরেছেন করুণ নায়ার। তবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দলে রাখা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে।
শনিবার মুম্বাইয়ে নির্বাচক প্রধান অজিত আগারকরের নেতৃত্বে বৈঠক শেষে ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়। মাত্র ২৫ বছর বয়সে ভারতের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। তিনি এই দায়িত্বে এসেছেন রোহিত শর্মার স্থলাভিষিক্ত হয়ে, যিনি মে মাসে টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। বিশেষ করে, গত মৌসুমে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থতার পর রোহিত সরে দাঁড়ান।

এদিকে ইংল্যান্ড সিরিজে ভারতের দলে জায়গা হয়নি তরুণ ব্যাটার সরফরাজ খানের। এমনকি আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়াস আইয়্যারও নেই আসন্ন সিরিজের দলে।
বিজ্ঞাপন
ইংল্যান্ডের বিপক্ষে এই পাঁচ টেস্টই হবে ২০২৫-২৭ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ভারতের প্রথম সিরিজ। প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন হেডিংলিতে। এরপর দ্বিতীয় টেস্ট ২ জুলাই এজবাস্টনে, তৃতীয় টেস্ট ১০ জুলাই লর্ডসে, চতুর্থ টেস্ট ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে, আর পঞ্চম ও শেষ টেস্ট হবে ৩১ জুলাই ওভালে।
সফরের শুরুতে ভারত ‘এ’ দলের বিপক্ষে একটি চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে, যা হবে ১৩ থেকে ১৬ জুন, লন্ডনের উপকণ্ঠ বেকেনহ্যামে।
ভারতের টেস্ট স্কোয়াড: শুবমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক, কিপার), ইয়াশাসভি জয়সওয়াল, লোকেশ রাহিল, সাই সুদার্শান, আভিমান্যু ইশ্বরন, কারুন নায়ার, নিতিশ কুমার, রাভিন্দ্রা জাদেজা, ধ্রুভ জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রাসিধ কৃষ্ণা, আকাশ দিপ, আর্শদিপ সিং, কুলদিপ ইয়াদাভ।

