রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সবচেয়ে বেশি ডাকের রেকর্ডে শীর্ষে সাকিব 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৫, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

সবচেয়ে বেশি ডাকের রেকর্ডে শীর্ষে সাকিব 

লম্বা সময় মাঠের বাইরে থাকার পর সাকিব আল হাসান মাঠে ফিরেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে। পাকিস্তানি এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের একেবারের শেষভাগে তাঁকে দলে নেয় লাহোর কালান্দার্স। তবে দলটির হয়ে ব্যাট হাতে নিজেকে একেবারেই মেলে ধরতে পারছেন না তিনি। শাহিন আফ্রিদির দলের হয়ে দুই ম্যাচে ব্যাত করতে নেমে দুইটিতেই ০ রানে আউট হয়েছেন এ তারকা। আর দুই ম্যাচেই রানের খাতা খুলতে ব্যর্থ সাকিব নাম লিখিয়েছেন বিব্রতকর এক রেকর্ডে। 

ক্রিকেটের সংক্ষিপ্ত এ ফরম্যাটে বাংলাদেশি কোনো ব্যাটারের সবচেয়ে বেশি শূণ্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডটি এতদিন ছিল সৌম্য সরকারের দখলে। সৌম্য সর্বোচ্চ ৩১টি টি ম্যাচে ডাক মেরে এ তালিকায় শীর্ষ ছিলেন। 


বিজ্ঞাপন


তবে পিএসএলে টানা দুই ম্যাচে শূণ্য রানে আউট হয়ে সৌম্যকে দুইয়ে ঠেলে দিয়ে এ তালিকায় শীর্ষে ওঠেছেন সাকিব। ৩২টি ডাক নিয়ে এ তালিকায় সবার উপরে আছেন তিনি।

এবারের আসরে লাহোরের হয়ে প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়েছিলেন সাকিব। সে ম্যাচে বল হাতে ২ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে উইকেটশূণ্য ছিলেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে ১ ওভার বোলিং করে ৪ উইকেট নিলেও পরে আর বোলিংয়ে আনা হয়নি তাঁকে। সে ম্যাচে ব্যাট হাতেও নামার সুযোগ হয়নি সাকিবের। গতকাল ফাইনালে ওঠার লড়াইয়ে নেমে সাকিব ৩ ওভার বলিং করে দিয়েছেন ২৭ রান, ছিলেন উইকেটশূণ্য। এর আগে ব্যাট করতে নেমে তিনি ২ বল খেলে ০ রানেই আউট হন। 

এদিকে এই ফরম্যাটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ডাক এর তালিকায় তৃতীয় স্থানে আছেন ইমরুল কায়েস, ২২টি ডাক আছে তার। তামিম ইকবালের ডাক ২০টি, মুশফিকুর রহিমের ১৯টি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর