সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের বিদায় 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০১:০২ পিএম

শেয়ার করুন:

নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের বিদায় 

চোটের বিপক্ষে ক্রমাগত লড়াই করতে হচ্ছে নেইমার জুনিয়রকে। শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও কয়েকবার চোটের মোকাবেলা করতে হয়েছে তাঁকে। সবশেষ চোটের কারণে এক মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। চোট কাটিয়ে আবার মাঠে ফিরেছেন এ তারকা। তবে সিআরবির বিপক্ষে কোপা দো ব্রাজিলের ম্যাচে মাঠে নেমেও কোনো পার্থক্য গড়ে দিতে পারেননি ব্রাজিলের এই পোস্টারবয়।

সিআরবির বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। তবে ৬৬ মিনিটে নেমে ম্যাচে কোনো পার্থক্য গড়ে দিতে পারেননি তিনি। প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচটি কাল গোল শূন্য ড্র হয়। এরপর টাইব্রেকারে গড়ালে দলের হয়ে প্রথম শট নয়ে গোল করেন নেইমার। 


বিজ্ঞাপন


তবে সান্তোস শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় ৫-৪ গোলে। এই হারের পর হতাশা প্রকাশ করেন নেইমার। তিনি বলেন, ‘জানি, আমি মাঠে নামলে পরিস্থিতি ভিন্ন হয়। ২০ বা ২৫ মিনিটেই আমি পার্থক্য গড়ে দিতে পারি। আমি জানি, আমি আমার সতীর্থদের সাহায্য করতে পারি। এটা অনেক দিন পর আমার প্রথম ম্যাচ। কিন্তু সবকিছু শুধু আমার ওপর নির্ভর করতে পারে না। সবাই জানে আমরা কী অবস্থায় আছি এবং এই পরিস্থিতি থেকে বের হতে আমাদের সব খেলোয়াড়ের প্রয়োজন।’

আগামী ৩০ জুন সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে। ক্লাবটির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করবেন কি না এমন প্রশ্নের জবাবে নেইমার বলেন, ‘আমি এখনো জানি না।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর