সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বোর্ড আর সমর্থকরা চাইলে ম্যানইউ ছাড়বেন আমোরিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৫, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

বোর্ড আর সমর্থকরা চাইলে ম্যানইউ ছাড়বেন আমোরিম

ইউরোপা লিগ ফাইনালে টটেনহ্যামের কাছে হারের পর রুবেন আমোরিম জানিয়ে দিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের বোর্ড আর সমর্থকেরা যদি তাঁকে না চান, তাহলে তিনি পরদিনই সরে যাবেন, এক টাকাও ক্ষতিপূরণ না নিয়েই।

বিলবাওয়ে অনুষ্ঠিত ফাইনালে ব্রেনান জনসনের গোলে ইউনাইটেড হেরে গেলে নিশ্চিত হয়, আগামী মৌসুমে কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় খেলতে পারবে না তারা। এখন প্রিমিয়ার লিগে দলটির অবস্থান ১৬তম, মাঠে ও মাঠের বাইরে নানা সমস্যায় জর্জরিত।


বিজ্ঞাপন


গত নভেম্বর ইউনাইটেডের দায়িত্ব নেন পর্তুগিজ কোচ আমোরিম, তখন দল ছিল ১৩ নম্বরে। তাঁর অধীনে দল আরও তিন ধাপ পিছিয়েছে। তিনটি কাপ প্রতিযোগিতা থেকেই ছিটকে গেছে ইউনাইটেড। তা সত্ত্বেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না আমোরিম, এখনো নিজেকেই সঠিক ব্যক্তি মনে করছেন এই দায়িত্বের জন্য।

"বোর্ড বা ভক্তরা যদি মনে করেন আমি সঠিক ব্যক্তি নই, তাহলে কোনো রকম আলোচনা ছাড়াই আমি পরদিন চলে যাব," বলেন আমোরিম। "কিন্তু আমি আর নিজে থেকে পদত্যাগ করব না। আমি আমার কাজে আত্মবিশ্বাসী। যেমনটা সবসময় করি, তেমনটাই করব। কিছু বদলাব না।"

"এই মুহূর্তে আমি নিজের পক্ষে কিছু বলার জন্য এখানে আসিনি। এটা আমার স্টাইল না। সমর্থকদের কিছু প্রমাণ করারও কিছু নেই। এখন শুধু সামান্য বিশ্বাসটুকুই দরকার।"

আমোরিমের এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই তার পাশে দাঁড়ান ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। তিনি বলেন, ইউনাইটেডকে টেনে তুলতে আমোরিমই সঠিক ব্যক্তি।


বিজ্ঞাপন


"আমরা সবাই একমত হয়েছি যে, সে-ই সঠিক কোচ," বলেন ফার্নান্দেজ, যিনি নিজেও একজন পর্তুগিজ। "সে অনেক ইতিবাচক কিছু করেছে। ফলাফল দিয়ে কোচকে বিচার করা হয় ঠিকই, কিন্তু আমরা খেলোয়াড় হিসেবে জানি মাঠের বাইরেও অনেক কিছু ঘটে।"

"সে ক্লাবের মধ্যে ইতিবাচকতা ফিরিয়ে আনতে চেষ্টা করছে, বড় ট্রফির জন্য লড়াই করার মানসিকতা গড়তে চায়। আর এসবের জন্য সেও উপযুক্ত ব্যক্তি, এটা আমরা সবাই বিশ্বাস করি।"

তাকে প্রশ্ন করা হয়, যদি ক্লাবের অন্যতম মালিক স্যার জিম র‍্যাটক্লিফ ও বোর্ড কিছু বদল আনতে চায়, তিনি কী বলবেন?

ফার্নান্দেজ বলেন, "শেষ পর্যন্ত সিদ্ধান্ত আমার না। তবে আমি মনে করি কোচ সঠিক মানুষ।"

"আমি জানি, এই অবস্থায় কাউকে বদলে আনা সহজ। কারণ ফলাফল আসেনি। কিন্তু আমি এখনও বিশ্বাস করি, ও-ই সঠিক লোক। আর কেউ এলেও এমনভাবে এই দায়িত্ব পালন করতে পারবে না। বোঝা কঠিন হলেও আমি এখনো মনে করি- সঠিক নেতৃত্ব তার হাতেই।"

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর