ইংল্যান্ডের জ্যাকব বেথেলের জায়গায় অস্থায়ীভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) দলে যোগ দিচ্ছেন নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার টিম সাইফার্ট। পিএসএলে করাচি কিংসের হয়ে খেলা এই কিউই ক্রিকেটার ভারতের মাটিতে কবে নামবেন, তা নির্ভর করছে তার দল পিএসএলে কতদূর যেতে পারে তার ওপর। আইপিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ মে’র পর থেকে সাইফার্টকে দলে নিতে পারবে আরসিবি।
সাইফার্টের দল করাচি কিংস বৃহস্পতিবার রাতে এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্সের। আর পিএসএলের ফাইনাল হওয়ার কথা ২৫ মে, লাহোরে। সব ঠিকঠাক থাকলে সাইফার্ট ২৬ মে আরসিবিতে যোগ দিতে পারবেন, যেদিন আরসিবি লখনৌতে পৌঁছাবে নিজেদের শেষ লিগ ম্যাচের জন্য, প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস।
বিজ্ঞাপন
এবারের পিএসএলে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামছেন সাইফার্ট। এখন পর্যন্ত ৯ ইনিংসে ১৪৫.৮০ স্ট্রাইকরেটে করেছেন ২২৬ রান, সর্বোচ্চ ৪৭। এর আগে আইপিএলেও খেলার অভিজ্ঞতা আছে তাঁর, ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ও ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মাত্র দুটি ম্যাচ।
বেথেলের না খেলার কারণ জাতীয় দলের দায়িত্ব। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ শেষে ইংল্যান্ডে ফিরে যাবেন তিনি। উল্লেখ্য, ওই ম্যাচটি বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হয়েছে লখনৌতে, দক্ষিণ ভারতে খারাপ আবহাওয়ার কারণে।
এবারের আইপিএলে বেথেল খেলেছেন দুটি ম্যাচ। প্রথমবারের মতো আইপিএল খেলতে এসে অসুস্থ ফিল সল্টের জায়গায় সুযোগ পেয়ে চেন্নাইয়ের বিপক্ষে ৩৩ বলে করেছিলেন ৫৫ রান, যেটা এখনো পর্যন্ত তাঁর দলের সর্বশেষ ম্যাচ। কারণ আইপিএল পুনরায় শুরু হওয়ার পর ১০ দিনের বিরতির পর বেঙ্গালুরুতে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আরসিবির ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।
বেথেল ছাড়াও অনিশ্চয়তার মধ্যে আছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড। বর্তমানে তিনি ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়ার হাই-পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবে।
বিজ্ঞাপন
গত শুক্রবার আরসিবির ডিরেক্টর মো ববাট বলেন, হ্যাজলউডকে নিয়ে তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগে আছেন। তবে কাঁধের চোটে তিনি ভুগছেন, এজন্য আপাতত অপেক্ষা করে পরিস্থিতি দেখা হচ্ছে।
এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদিও প্লে-অফে আরসিবির হয়ে খেলতে পারবেন না, কারণ তিনিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত। তাঁর পরিবর্তে গত সপ্তাহে স্বল্পমেয়াদে দলে নেওয়া হয়েছিল জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে।
এখন পর্যন্ত ১১ ম্যাচে ৮টি জিতে শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে আছে আরসিবি। শুক্রবার তারা লখনৌতে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের, এরপর লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে।

