সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাকির-হাসানের ক্যামিওতে লড়াকু পুঁজি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ১১:৫১ পিএম

শেয়ার করুন:

জাকির-হাসানের ক্যামিওতে লড়াকু পুঁজি বাংলাদেশের

শারজাহর ব্যাটিং স্বর্গে দাঁড়িয়েও নিজেদের ব্যর্থতার গল্পই বারবার বলছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১৬২ রানে গুটিয়ে গেছে লিটন দাসের দল। বিশেষ করে ৭১ রানে ৭ উইকেট হারানোর ধাক্কা সামলাতে না পারায় আরও একবার ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিলো বাংলাদেশ দল। আরব আমিরাতের তরুণ বোলার হায়দার আলির দুর্দান্ত বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই ধুঁকতে থাকে। আগের ম্যাচে একাদশের বাইরে থাকা পারভেজ হোসেন ইমন ফিরলেও সুবিধা করতে পারেননি। প্রথম বলেই লং অফে ধরা পড়ে গোল্ডেন ডাকের শিকার হন তিনি। এরপর হায়দার আলি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওভারেই ফিরিয়ে দেন লিটন দাস ও তাওহীদ হৃদয়কে। তিন বলে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে বড় ধাক্কা দেন এই তরুণ।


বিজ্ঞাপন


মাত্র ৩১ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরতে চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। ঝড়ো ইনিংসে মাত্র ১৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৪০ রান করেন তিনি। কিন্তু ইনিংসটা বেশিদূর নিতে পারেননি। এর মাঝেই হায়দারের বলে স্টাম্প হারিয়ে ফেরেন সহ-অধিনায়ক শেখ মেহেদী। এরপর মতিউল্লাহ খানের এক ওভারে শামীম হোসেন (৯) ও রিশাদ হোসেন (০) বিদায় নিলে চাপে পড়ে যায় বাংলাদেশ।

শেষদিকে একপ্রান্ত আগলে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন জাকের আলি অনিক। ৪১ রানের ইনিংসে তাঁর ব্যাটিংয়ে বাংলাদেশের স্কোর একশ ছাড়ায়। তবে তাঁকেও থামতে হয় ইনিংসের ১৮তম ওভারে, ফলে ১৯.৪ ওভারে ১৬২ রানেই শেষ হয় সফরকারীদের ইনিংস।

আরব আমিরাতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন হায়দার আলি ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর