শারজাহে দুই ম্যাচ শেষে সিরিজ এখন সমতায়। ফলে আজ (মঙ্গলবার) বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। প্রথমে পরিকল্পনা ছিল দুটি ম্যাচ নিয়েই শেষ হবে সিরিজ। তবে শেষ মুহূর্তে সিরিজে যোগ হয় আরেকটি ম্যাচ। সেই বাড়তি ম্যাচটাই এখন হয়ে উঠেছে ভাগ্য নির্ধারণী। এমন ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত।
চলমান সিরিজের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা ও তানভির ইসলাম। তাদের জায়গায় একাদশে ফিরেছেন পারভেজ ইমন, মাহেদি হাসান ও হাসান মাহমুদ।
বিজ্ঞাপন
দলের টপ অর্ডারে পরিবর্তনের লক্ষ্যে সুযোগ পেয়েছেন ব্যাটার পারভেজ ইমন। একই সঙ্গে স্পিন ও পেস বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে দলে ফিরেছেন অলরাউন্ডার মাহেদি হাসান এবং ডানহাতি পেসার হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মাহেদি হাসান ও হাসান মাহমুদ
আরব আমিরাত একাদশ: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আসিফ রাজা, আলিশান শারাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পারাশার, মোহাম্মদ জোহাইব, হায়দার আলি, ইথান ডিসুজা, মতিউল্লাহ খান ও সাহির খান

