সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইসিসি থেকে সুখবর পেলেন তামিম-লিটনরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

আইসিসি থেকে সুখবর পেলেন তামিম-লিটনরা

শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দল হেরেছে বাংলাদেশ, তবে ব্যাট হাতে ঝলক দেখিয়ে ব্যক্তিগত স্বীকৃতি পেয়েছেন তানজিদ হাসান তামিম। ৩৩ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে এই বাঁহাতি ব্যাটার আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৯৮ নম্বরে।

তানজিদের মতো উন্নতি হয়েছে আরও কয়েকজন টাইগার ব্যাটারও। ফিনিশার ভূমিকায় নজর কাড়া জাকের আলী অনিক ৬ ধাপ এগিয়ে আছেন ৮২ নম্বরে। অধিনায়ক লিটন দাস এক ধাপ এগিয়ে অবস্থান করছেন ৪৯ নম্বরে। বর্তমানে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়, যিনি এক ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের সঙ্গে যৌথভাবে ২৯তম স্থানে আছেন।


বিজ্ঞাপন


তবে ব্যতিক্রম ছিলেন পারভেজ হোসেন ইমন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রেকর্ড ৫৩ বলে সেঞ্চুরি করেও তিনি এখনও সেরা ১০০-র বাইরে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে দারুণ পারফর্ম করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন আমিরাতের ক্রিকেটাররাও। প্রথম ম্যাচে ৮২ রানের ইনিংস খেলা পাকিস্তানি বংশোদ্ভূত মুহাম্মদ ওয়াসিম ৮ ধাপ এগিয়ে এখন ৪২তম স্থানে। টানা দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করা অধিনায়ক চন্দু ভিনসেন্ট ১৯ নম্বরে অবস্থান করছেন। এছাড়া আসিফ খান ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৮ নম্বরে।

বোলারদের মধ্যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এক ধাপ এগিয়ে এখন ২৫ নম্বরে। তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামও উন্নতি করে যথাক্রমে ৪০ ও ৭৬ নম্বরে অবস্থান করছেন। তবে অবনতি হয়েছে দলের অভিজ্ঞ বোলারদের। শেখ মেহেদী হাসান ৬ ধাপ পিছিয়ে এখন ১৯ নম্বরে, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন যৌথভাবে আছেন ২০তম স্থানে, যদিও দুজনেরই র‍্যাঙ্কিং এক ও পাঁচ ধাপ করে কমেছে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে কোনো পরিবর্তন হয়নি। ৭২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।


বিজ্ঞাপন


অলরাউন্ডারদের তালিকাতেও স্থিতিশীলতা বিরাজ করছে। ভারতের হার্দিক পান্ডিয়া ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ অবস্থানে থাকা শেখ মেহেদী চার ধাপ পিছিয়ে এখন ৩৬তম স্থানে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর