রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাকিস্তানের ভবিষ্যৎ দুই তারকা ক্রিকেটারের নাম জানালেন সৌদ শাকিল 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৫, ০৯:৩৭ এএম

শেয়ার করুন:

পাকিস্তানের ভবিষ্যৎ দুই তারকা ক্রিকেটারের নাম জানালেন সৌদ শাকিল 

কয়েক বছর ধরেই তিন ফরম্যাটের ক্রিকেটেই ধুঁকছে পাকিস্তান। টেস্ট থেকে শুরু করে ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি- কোনোটিতেই ভালো পারফর্ম করতে পারছে না ম্যান ইন গ্রিনরা। ফলে জাতীয় দলে থাকা ক্রিকেটারদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছেন অনেকেই। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের মত অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে নতুন করে টি-টোয়েন্টি দল গড়ার প্রয়াসও দেখা গেছে। এসবের মাঝেই ভবিষ্যতে কোন দুই ক্রিকেটার পাকিস্তানের তারকা হতে পারেন তা জানিয়েছেন সৌদ শাকিল। 

পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। ইসলামাদের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে আজ মাঠে নামবে কোয়েটা গ্ল্যাডীয়েটরস। এর আগে নিজের দলের দুই তরুণ ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেছেন শাকিল। পাকিস্তান জাতীয় দলের ভবিষ্যৎ দুই তারকা হিসেবে তিনি বলেছেন হাসান নওয়াজ ও খাজা নাফির কথা। 


বিজ্ঞাপন


তিনি বলেন, “হাসান নওয়াজ দারুণ সব শট খেলেছে, আমাদের জয়ে তার বড় অবদান ছিল। হাসান আর খাজার পারফরম্যান্স খুবই উৎসাহজনক। ওরা দুইজনই প্রতিভাবান, এবং খুব শিগগিরই আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের হয়ে খেলতে পারে।”

400745

চলতি পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অন্যতম উজ্জ্বল মুখ হয়ে উঠেছেন হাসান নওয়াজ । ১০ ম্যাচে ৩১৭ রান করে তিনি এখন পর্যন্ত পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। তার গড় ৬৩.৪০ এবং স্ট্রাইক রেট ১৫৯.২৯, যা প্রমাণ করে তার ধারাবাহিকতা ও ম্যাচ জেতানোর ক্ষমতা। এই রানগুলোর মধ্যে রয়েছে দুটি অর্ধশতক ও একটি শতক।

সৌদ শাকিল দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়েও কথা বলেন। তিনি বলেন, “পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। লিগ পর্বে শীর্ষে থাকার মানে হলো, আমরা ধারাবাহিকভাবে ভালো খেলেছি। এখন লক্ষ্য হলো কোয়ালিফায়ার জিতে সরাসরি ফাইনালে জায়গা করে নেওয়া।”


বিজ্ঞাপন


400750

তবে সন্তুষ্ট হলেও সৌদ মনে করেন, উন্নতির সুযোগ এখনো আছে। তিনি বলেন, “প্রতিটি বিভাগেই উন্নতির জায়গা থাকে। খাজা নাফি সুযোগ পেয়েই ভালো খেলেছে। পুরো টুর্নামেন্টে ফিন অ্যালেনকে খেলিয়েছি, কিন্তু এখনো চূড়ান্ত একাদশ বা ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা হয়নি।”

২৯ বছর বয়সী এই ওপেনার দলের শুরুটা ভালো না হলেও পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেন, বিশেষ করে হাসান নওয়াজের অবদান নিয়ে। “শুরুর দিকে আমরা ভালো শুরু পাইনি, কিন্তু পরে ব্যাটিং দিয়ে ঘুরে দাঁড়াই। হাসান নওয়াজকে যখন দলে নেওয়া হয়, তখনই ওর ওপর আস্থা ছিল। শুরুতে তার ব্যাটিং পজিশনও ঠিক ছিল না, কিন্তু ও যেভাবে খেলেছে, ওর যত প্রশংসা করা হোক, কমই হবে,” বলেন সৌদ।

উল্লেখ্য, ২০১৮ সালের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পিএসএল ১০-এর পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ারে উঠেছে। ১০ ম্যাচে তাদের ৭ জয়, ২ হার এবং একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর