সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিরোপা নির্ধারণী ম্যাচে ডাগ-আউটে নিষিদ্ধ নাপোলি ও ইন্টারের কোচ  

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৫, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

শিরোপা নির্ধারণি ম্যাচে ডাগ-আউটে নিষিদ্ধ নাপোলি ও ইন্টারের কোচ  

সিরি আ-র ২০২৫ মৌসুমের শেষ রাউন্ডে পাঁচজন কোচ থাকছেন না তাদের দলের ডাগআউটে। নিষেধাজ্ঞায় পড়েছেন শিরোপাপ্রত্যাশী দুই দল- নাপোলি এবং ইন্টার মিলানের কোচ আন্তোনিও কন্তে ও সিমোনে ইনজাগি।

শুক্রবার শেষ রাউন্ডের ম্যাচে নিজেদের ভাগ্য নির্ধারণ করবে নাপোলি ও ইন্টার। শিরোপার জন্য লড়াইয়ে থাকা এই দুই দলকেই খেলতে হবে তাদের প্রধান কোচ ছাড়া। এক পয়েন্ট এগিয়ে থাকা নাপোলি খেলবে নিজেদের মাঠে কাগলিয়ারির বিপক্ষে, আর বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার যাবে কোমোর মাঠে। দুই দল যদি সমান পয়েন্টে মৌসুম শেষ করে, তবে লিগ চ্যাম্পিয়ন ঠিক করতে হবে প্লে-অফ ম্যাচের মাধ্যমে।


বিজ্ঞাপন


সিরি আ কর্তৃপক্ষ সোমবার জানায়, মূলত ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের (৩১ মে) আগে বিশ্রাম দেওয়ার সুযোগ দিতেই রাউন্ডের দুটি বড় ম্যাচ রবিবারের বদলে শুক্রবার অনুষ্ঠিত হবে। রবিবার পারমার বিপক্ষে ০-০ গোলে ড্র করা ম্যাচে শেষ মুহূর্তে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে লাল কার্ড দেখেন নাপোলি কোচ কন্তে। ম্যাচ শেষে ক্ষোভ ঝাড়েন তিনি পারমার খেলোয়াড়দের সময় নষ্ট করার প্রবণতা নিয়ে।

"আমি ইংলিশ ফুটবলে অভ্যস্ত, সেখানে কেউ একটু ব্যথা পেলেই থেমে যায় না খেলা। আজ পারমার এমন আচরণে বিরক্ত হয়েছিলাম, সেজন্যই মাঠ ছাড়তে হয়েছে," বলেন কন্তে।

তিনি আরও বলেন, "পুরো মৌসুমজুড়ে আমরা পরিশ্রম করেছি এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য। আমি আমার কোচিং স্টাফ আর খেলোয়াড়দের ওপর ভরসা রাখছি। সবচেয়ে বেশি ভরসা রাখছি মাদোনা স্টেডিয়ামের গ্যালারির সমর্থকদের ওপর।"

অন্যদিকে ইন্টারের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে শেষ সময়ের অসন্তোষের কারণে লাল কার্ড দেখেছেন ইনজাগি ও লাজিও কোচ মার্কো বারোনি। একইভাবে, রোমার বিপক্ষে ৩-১ গোলে হারা ম্যাচে শেষ বাঁশির আগে বহিষ্কৃত হন এসি মিলান কোচ সার্জিও কনসেইসাও। এ ম্যাচটিই হতে পারে তার কোচ হিসেবে মিলানে শেষ ম্যাচ।


বিজ্ঞাপন


সিরি আ কর্তৃপক্ষ জানিয়েছে, এই পাঁচ কোচই এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। এদের মধ্যে কন্তে, ইনজাগি, বারোনি ও কনসেইসাওকে ৫ হাজার ইউরো (প্রায় ৫৬০০ ডলার) করে জরিমানাও করা হয়েছে। পারমা কোচ ক্রিশ্চিয়ান চিভুও লাল কার্ড দেখেছিলেন, তবে তাঁকে আর্থিক জরিমানা করা হয়নি।

যদি শেষ রাউন্ড শেষে নাপোলি ও ইন্টার সমান পয়েন্টে থাকে, তবে ২৬ মে আয়োজন করা হতে পারে সম্ভাব্য শিরোপা নির্ধারণী প্লে-অফ ম্যাচটি। অন্যদিকে, লিগের বাকি ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে রোববার, যেখানে নির্ধারিত হবে ইউরোপীয় প্রতিযোগিতার টিকিট এবং অবনমন পাওয়া দলগুলো।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর