সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আরব আমিরাতের কাছে হেরে শিশিরকে দুষছেন লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০২৫, ১০:৩৭ এএম

শেয়ার করুন:

আরব আমিরাতের কাছে হেরে শিশিরকে দুষছেন লিটন

আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজে লিড নিয়ে গতকাল টাইগাররা মাঠে নেমেছিল সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। আগে ব্যাট করে তানজিদ তামিম-লিটন দাস ও তাওহীদ হৃদয়ের জরো ব্যাটিংয়ের সুবাদে স্কোরবোর্ডে বড় সংগ্রহও দাঁড় করিয়েছিল লাল-সবুজের দল। তবে ২০৬ রানের লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেনি সফরকারীরা।

বাংলাদেশের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাত দুর্দান্ত সূচনা করেছিল। উদ্বোধনী জুটিতেই দলটি স্কোরবোর্ডে তুলে ১০৭ রান। এক ওপেনার ৩৮ রান করে আউট হলেও আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিমের ৪২ বলে ৮২ রান্র ঝলমলে এক ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায় আরব আমিরাত।


বিজ্ঞাপন


এদিকে বড় সংগ্রহ গড়েও শেষ পর্যন্ত জিততে না পারার দায় শিশিরকে দিয়েছেন টাইগারদের অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমরা ভালো ব্যাট করেছি, উইকেট ভালো ছিল। কিন্তু আমার মনে হয়েছে যখন তারা ব্যাট করেছে, শিশিরের সুবিধা পেয়েছে। তবুও আমরা চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আপনাকে বুঝতে হবে যখন এই ধরনের মাঠে খেলবেন, যা দেখে ছোট মনে হয়, শিশির একটা বড় ফ্যাক্টর- আপনি যখন বল করবেন, তখন হিসাব কষতে হবে।’

এদিকে গতকালের ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছে পেসার নাহিদ রানার। তবে এ ফরম্যাটে বাংলাদেশের হয়ে নিজের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ২ উইকেট নিলেও ৫০ রান দিয়েছেন তিনি। এ নিয়ে লিটন বলেন, ‘আমরা তার কাছে আরও বেশি কিছু প্রত্যাশা করেছি। তবে ক্রিকেটারের ভালো ও খারাপ দিন যেতেই পারে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর