সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তামিম-হৃদয়ের ব্যাটে বড় পুঁজি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ১১:০৯ পিএম

শেয়ার করুন:

তামিম-হৃদয়ের ব্যাটে বড় পুঁজি বাংলাদেশর

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে, এমন ম্যাচে দারুণ এক ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে টাইগাররা। 

আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত অর্ধশতক, আর তাওহীদ হৃদয়ের ২৪ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে ২০৫ রানের স্কোর গড়ে লিটন দাসের দল। 


বিজ্ঞাপন


টস হেরে ব্যাট করতে নামলেও আত্মবিশ্বাসে কোনো ঘাটতি ছিল না বাংলাদেশের। শুরু থেকেই আগ্রাসী ভঙ্গিতে খেলতে থাকে দুই ওপেনার তামিম ও লিটন দাস। 

তাদের উদ্বোধনী জুটিতে আসে ৯০ রান। তামিম ৩৩ বলে ৫৯ রানের ঝকঝকে ইনিংস খেলে ফিরলেও লিটন থেমেছেন ৩২ বলে ৪০ রানে।

এরপর নাজমুল হোসেন শান্ত ও হৃদয় চেষ্টা করেন রান তোলার গতি ধরে রাখতে। শান্ত ১৯ বলে ২৭ রানে আউট হলেও হৃদয়ের ব্যাটে আসে মূল্যবান ৪৫ রান, মাত্র ২৪ বলে। তাতে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ২০৫ রান।

প্রথম ম্যাচে ২৭ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে লিটন দাসের নেতৃত্বাধীন দলের জন্য।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর