ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। জনপ্রিয় ‘সুপার রবিবার’ ক্যাম্পেইনের আওতায় এবার রবি গ্রাহকদের জন্য থাকছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের ভিআইপি টিকিট জেতার দুর্লভ সুযোগ। আগামী ২৫ মে, রবিবার এই অফারের বিজয়ীরা মাঠে বসেই উপভোগ করতে পারবেন বহুল প্রত্যাশিত ম্যাচটি।
বিশেষ আকর্ষণ হিসেবে, এই ম্যাচে প্রথমবারের মতো দেশের মাটিতে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন ইংলিশ লিগ মাতানো আন্তর্জাতিক তারকা হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাইপর্বের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন, ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বিজ্ঞাপন
আজ ঢাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং রবির এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। রবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমসহ ফেডারেশনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে শিহাব আহমাদ বলেন, “রবি ‘সুপার রবিবার’ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা প্রতি রবিবারকে আমাদের গ্রাহকদের জন্য একটি আনন্দময় দিনে রূপান্তরের চেষ্টা করছি। ছয় মাস ধরে চলমান এই যাত্রায় এবার আমরা যুক্ত করেছি ফুটবলের উত্তেজনা—হামজা চৌধুরীর খেলা মাঠে বসে দেখার অসাধারণ সুযোগ।”
তিনি আরও বলেন, “হামজা ও শমিতের মতো আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এমন উদ্দীপনাময় সময়েই আমরা আমাদের গ্রাহকদের জন্য গর্বের সঙ্গে এ আয়োজন করেছি।”
বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, “রবির সঙ্গে এই উদ্যোগে একসাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এই পার্টনারশিপ শুধু ১০ জুনের ম্যাচেই নয়, ভবিষ্যতেও বাংলাদেশের ফুটবলে আরও ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে আমরা আশাবাদী।”

