সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হলান্ড নিজে পেনাল্টি না নিয়ে কেন মারমুশকে দিলেন?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৫, ০৪:১১ পিএম

শেয়ার করুন:

হলান্ড নিজে পেনাল্টি না নিয়ে কেন মারমুশকে দিলেন?

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন। ম্যানসিটির হয়ে পেনাল্টি নেন মূলত আর্লিং হলান্ডই। তবে গতকাল শিরোপা জয়ের মত গুরুত্বপূর্ণ ম্যাচে নিজে স্পটকিক না নিয়ে দায়িত্ব তুলে দেন ওমর মারমুশের কাঁধে। আর মারমুশের নেওয়া পেনাল্টি কিক ফিরিয়ে দেন ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক। তাতে ম্যাচে সমতায় ফেরার সুযোগ হারায় সিটি।

এদিকে ম্যাচের গার্দিওলা জানিয়েছেন, তিনি নিজেও অবাক হয়েছেন যখন দেখেছেন নরওয়েজিয়ান তারকা হলান্ড এফএ কাপ ফাইনালে পেনাল্টি নেওয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ওই শটটি পরে নিয়েছিলেন ওমার মারমুশ, যেটা দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন।


বিজ্ঞাপন


গতকাল ওয়েম্বলিতে এবারেচি এজের করা গোলে পিছিয়ে ছিল সিটি। প্রথমার্ধেই পেনাল্টি পায় তারা, যখন প্যালেসের ডিফেন্ডার টাইরিক মিচেল বক্সে ঢুকে পড়া বার্নার্দো সিলভাকে ফাউল করেন।

হলান্ড ওয়েম্বলিতে সিটির হয়ে আগের পাঁচ ম্যাচে গোল পাননি, তাই সবাই ভেবেছিল এবার বুঝি গোল খরা কাটাবেন। কিন্তু হলান্ড নিজে বল না মেরে তুলে দেন মারমুশের হাতে। সিটির জার্সিতে এটিই ছিল মারমুশের প্রথম পেনাল্টি নেওয়া, আর সেই শটটি ঠেকিয়ে দেন হেন্ডারসন। এদিকে হলান্ড নিজে পেনাল্টি না নিয়ে কেনো মারমুশকে এ দায়িত্ব দিলেন তা জানেন না গার্দিওলা নিজেও। 

গার্দিওলা বলেন, “ আমি জানি না, ভেবেছিলাম হলান্ড নিজেই নেবে, কিন্তু তারা কেউ কারো সঙ্গে কথা বলেনি। পেনাল্টি নেওয়ার সময়টাতে খেলোয়াড়রা যেভাবে অনুভব করে, সেটাই আসল। তারা মনে করেছে ওমার (মারমুশ) প্রস্তুত।”

তিনি আরও বলেন, “ওমার অনেকক্ষণ সময় নিয়েছে, বল থেমে থাকার পরেও। এটা ওর ওপর চাপ বাড়িয়ে দেয়। আর হেন্ডারসন অসাধারণ সেভ করেছে।”


বিজ্ঞাপন


বিবিসিতে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়েইন রুনি বিষয়টি নিয়ে সমালোচনা করেন। তার মতে, বড় মঞ্চে সুযোগ এলে তা নেওয়ার মানসিকতাই বড় খেলোয়াড়দের আলাদা করে।

রুনি বলেন, “হলান্ড অবশ্যই বিশ্বমানের ফরোয়ার্ড। কিন্তু মেসি কিংবা রোনালদোর কথা ধরলে, ওরা এমন সুযোগ কখনও হাতছাড়া করত না। বল অন্য কাউকে দেওয়া তো দূরের কথা!”

রুনি আরও বলেন, “এটাই মেসি-রোনালদোকে হালান বা এমবাপ্পের চেয়ে আলাদা করে। তারা স্বার্থপর, তারা প্রতিটি ম্যাচে গোল করতে চায়।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর