২০২৫ সালের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত সূচনা করল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৯১ রানের সংগ্রহ পায় টাইগাররা। বড় সংগ্রহের পথে ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ৫৩ বলে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়েছেন তরুণ এই ব্যাটার।
এর আগে বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল। ২০১৬ সালে ওমানের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টিতে এর আগে ৭ ম্যাচে মাত্র ৮৮ রান করা ইমন এই ম্যাচেই প্রথম ফিফটির দেখা পান। এরপর ইনিংসটিকে রূপ দেন শতকে। ইনিংসের শুরু থেকে আত্মবিশ্বাসী দেখা যায় তাকে, মাত্র ২৮ বলে অর্ধশতক পূর্ণ করেন। এরপর আরও আগ্রাসী হয়ে খেলতে থাকেন। একের পর এক ছক্কা হাঁকিয়ে ৯টি ছক্কার সাহায্যে পূর্ণ করেন শতক। যা টি–টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড।
ইমনের ৫৩ বলে ১০০ রানের ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৫টি চারের মার। শতক পূর্ণ করার পরের বলেই তিনি বোল্ড হয়ে ফেরেন। তবে তার এই ইনিংসেই ভর করে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
তবে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো ছিল না। দ্বিতীয় ওভারেই ১০ রানে আউট হন তানজিদ হাসান তামিম। অধিনায়ক লিটন দাসও হতাশ করেন, করেন মাত্র ১১ রান। এরপর হৃদয় (২০), মেহেদী (২), জাকের (১৩) ও শামীম (৬) ব্যর্থ হলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন ইমন।
শেষদিকে কিছুটা ধীরগতির হলেও ইমনের ইনিংসেই ২০০ রানের পথে ছিল বাংলাদেশ। তবে ইনিংসের শেষ ওভারে ইমনের বিদায়ে থেমে যায় বাংলাদেশের রান, শেষ ৫ বলে কোনো বাউন্ডারি না আসায় দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৯১ রানে।

