পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে এ মাসেই। এর আগে সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগাররা দুই ম্যাচের সিরিজ খেলবে আরব আমিরাতের বিপক্ষে। সিরিজের প্রথম ম্যাচে আজ শারজায় মাঠে নামবে লাল-সবুজের দল। র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে অবস্থান করা দলের বিপক্ষে খেলতে নামার আগে দুটি লক্ষ্যের কথা জানিয়েছেন লিটন।
বিসিবি প্রকাশিত ভিডিও বার্তায় লিটন বলেন, দুইটি লক্ষ্য নিয়ে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য—দুটি ম্যাচই জিততে চাই আমরা।’
বিজ্ঞাপন
এছাড়া বাংলাদেশ দল কতখানি উন্নতি করেছে তাও দেখতে চান বলেই জানিয়েছেন লিটন। তিনি বলেন, ‘কিছুদিন ধরে দলের যেসব জায়গায় (উন্নতির জন্য) কাজ করা হয়েছে, সেটি কতখানি হয়েছে, সেটাও এই সিরিজে দেখতে চাইব।’
আরব আমিরাতের বিপক্ষে এর আগে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ দল। দলটির বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড আছে টাইগারদের। তবুও স্বাগতিক হওয়ায় দলটিকে ছোট করে দেখছেন না লিটনরা।
টাইগারদের অধিনায়ক বলেন, ‘নিজেদের মাঠে আমিরাত ভালো দল। স্বাগতিক হওয়ায় এখনকার কন্ডিশন সম্পর্কে ভালো আইডিয়া আছে তাদের।’
সতীর্থদের প্রতি বার্তা দিয়ে লিটন বলেন, ‘এই সংস্করণে সময়ে সময়ে অনেক চাপ চলে আসে। আমি চাইব দলের সবাই যেন নিজ নিজ জায়গা থেকে নির্ভার হয়ে খেলে, ক্রিকেটটা উপভোগ করে। ফল কী হবে, সেটা গুরুত্বপূর্ণ নয়, আমার কাছে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া মেনে খেলতে পারাটা। সেটা করতে পারলে ফল একটা সময় চলে আসবে।’

