সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবসর ভেঙে আবার ব্রাজিল দলে ফিরছেন কিংবদন্তি ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

অবসর ভেঙে আবার ব্রাজিল দলে ফিরছেন কিংবদন্তি ফুটবলার

ব্রাজিল নারী ফুটবলের কিংবদন্তি ফরোয়ার্ড মার্তা আবারও ফিরেছেন জাতীয় দলে। গত বছরের অলিম্পিক ফাইনালের পর এবারই প্রথম তাকে দলে নিয়েছেন কোচ আর্থার এলিয়াস। জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখেই এই দলে ডাক পাওয়া।

নারী ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত মার্তা আগেই জানিয়েছিলেন, ২০২৪ প্যারিস অলিম্পিকের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। সেই অলিম্পিকে এটি ছিল তার তৃতীয় রুপা জয়। তবে এরপরও তার জাতীয় দলে ফেরা চমক হিসেবে ধরা যাচ্ছে। কারণ, চলতি বছর কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামছে ব্রাজিল।


বিজ্ঞাপন


২০২৫ সালের শুরুতে ক্লাব ফুটবলেও অবসর নেবেন বলে গুঞ্জন উঠেছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এনডব্লিউএসএল ক্লাব অরল্যান্ডো প্রাইডের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন তিনি।

ব্রাজিল দলের কোচ এলিয়াস জানালেন, “সম্প্রতি মার্তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, যতদিন নিজেকে উচ্চ মানের খেলোয়াড় হিসেবে খেলতে পারবেন, ততদিন জাতীয় দলকে সাহায্য করতে চান।”

তিনি আরও বলেন, “এই মৌসুমে মার্তা দারুণ খেলছেন, ক্লাবের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন। এমন এক খেলোয়াড়কে দলে রাখা তরুণদের জন্যও অনুপ্রেরণা, জাতীয় দলে এখন যে পরিবর্তন প্রক্রিয়া চলছে, সেটার জন্যও জরুরি।”

দলে মার্তার সঙ্গে থাকছেন আরও নিয়মিত তারকারা, অরল্যান্ডো প্রাইডের অ্যাঞ্জেলিনা, কানসাস সিটির ডেবিনহা এবং ম্যানচেস্টার সিটির কেরোলিন। পাশাপাশি ভবিষ্যতের জন্য প্রস্তুতি হিসেবে এলিয়াস সুযোগ দিচ্ছেন নতুন মুখ ক্লদিয়া (গোলরক্ষক) ও ইসা হাস (ডিফেন্ডার)-এর মতো উদীয়মানদের। এলিয়াস বলেন, “আমরা চাই ব্রাজিলের নারী জাতীয় দল ঘিরে প্রত্যাশা বাড়ুক। আমাদের ফুটবলের জন্য এটা খুব জরুরি।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, “এই দল গঠনের পেছনে এমনই পরিকল্পনা রয়েছে, যদিও এটা কঠিন কাজ, কারণ খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনের সময় কম পাওয়া যায়। তবে আমরা আরও অনেককে সুযোগ দিচ্ছি, যেন ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি হয়।”

আগামী ৩০ মে ও ২ জুন জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ২৭ জুন ফ্রান্সের মাঠে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। সেখান থেকেই চূড়ান্ত দল ঘোষণা করা হবে ১২ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ইকুয়েডরে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার জন্য।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর