সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আনচেলত্তির প্রধান কোচ হওয়া মেনে নিতে পারছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

আনচেলত্তির প্রধান কোচ হওয়া মেনে নিতে পারছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে সফলতম দল ব্রাজিল। সেলেসাওরা বিশ্বকাপ জিতেছে পাঁচবার। তবে লম্বা সময় ধরেই গ্রেটেস্ট শো অন আর্থের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি সেলেসাওদের। সবশেষ ২০০২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এরপর ২৩ বছরের বিরতি। খরা কাটিয়ে হেক্সা স্বপ্ন পূরণ করার লক্ষ্যে এগিয়ে চলছে ব্রাজিল, সে লক্ষ্যে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কার্লো আনচেলত্তিকে। 

তবে আনচেলত্তিকে কোচ করার বিষয়টি ঠিক মেনে নিতে পারছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা। এ নিয়ে চীনের সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। তার মতে, বিদেশি কোচ নয়, সেলেসাওদের জন্য ব্রাজিলিয়ান কোচই যথেষ্ট।


বিজ্ঞাপন


সোমবার আনচেলত্তিকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব দেওয়া হয়। ১৯৬৫ সালের পর এই প্রথম কোনো বিদেশি কোচ পেল ব্রাজিল, যার লক্ষ্য হচ্ছে দলকে আগামী বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতানো।

এই প্রসঙ্গে মঙ্গলবার চীনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লুলা। ব্রাজিলিয়ান গণমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে লুলাকে বলতে শোনা যায়, “আমি ওর বিদেশি হওয়ার বিষয়ে কিছু বলছি না… কিন্তু আমার বিশ্বাস, ব্রাজিলে এমন অনেক কোচ আছে যারা জাতীয় দল পরিচালনা করার ক্ষমতা রাখে।”

ফুটবলপ্রেমী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট লুলা আনচেলত্তির নিয়োগ নিয়ে আগেও সংশয় প্রকাশ করেছিলেন। আনচেলত্তিকে ব্রাজিলের কোচ বানানোর আলোচনা কয়েক বছর ধরেই চলছিল। ২০২৩ সালে তিনি বলেছিলেন, “ও তো কখনো ইতালির জাতীয় দলের কোচই হয়নি… তাহলে সে নিজ দেশের সমস্যাগুলো আগে সামলাক না? ইতালি তো ২০২২ বিশ্বকাপেও খেলতে পারেনি!”

তবে এখন লুলার সুর কিছুটা নরম। মঙ্গলবার তিনি বলেন, “আনচেলত্তি দারুণ এক টেকনিক্যাল কোচ। আমি আশা করি, সে ব্রাজিল দলকে সাহায্য করতে পারবে। প্রথমে যেন বিশ্বকাপে জায়গা পায়, তারপর যদি সম্ভব হয়, শিরোপাও জিতুক।”


বিজ্ঞাপন


২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। ১৪ ম্যাচে সেলেসাওয়ের সংগ্রহ ২১ পয়েন্ট, যা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, উরুগুয়ে এবং ইকুয়েডরের চেয়েও কম।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে মূল পর্বে। ফলে বেশ চাপেই আছে সেলেসাওরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর