সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আনচেলোত্তির হাত ধরে ‘হেক্সা’ দেখছেন ব্রাজিল তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৫, ১০:১৮ এএম

শেয়ার করুন:

আনচেলোত্তির হাত ধরে ‘হেক্সা’ দেখছেন ব্রাজিল তারকা

ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণার পর তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেলেসাওদের সাবেক কিংবদন্তি রিভালদো। দীর্ঘদিন ধরেই বিদেশি কোচের বিপক্ষে অবস্থান নেওয়া এই বিশ্বকাপজয়ী তারকা আনচেলত্তির ক্ষেত্রে নিজের অবস্থান খানিকটা নমনীয় করেছেন।

রিভালদো মনে করেন, ইউরোপ ও ব্রাজিলে খেলা ফুটবলারদের সমন্বয়ে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একটি দল গঠন করতে সক্ষম হবেন আনচেলত্তি। তার মতে, সময় ও সমর্থন পেলে আনচেলত্তির অধীনেই ঘুচতে পারে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের দীর্ঘ প্রতীক্ষা।


বিজ্ঞাপন


২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল, সেই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন রিভালদো। এবার নতুন কোচকে সামনে রেখে আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি।

রিভালদো বলেন, ‘অন্তত সেরাদের একজনকে বেছে নিয়েছে তারা। একজন সফল কোচ, এসি মিলানে তার অধীনে খেলার সুযোগ হয়েছিল আমার। যে ক্লাবের দায়িত্বে ছিলেন সেখানেই জিতেছেন। যদিও বিশ্বকাপের আগে তার হাতে সময় খুব কম, তবে দুর্দান্ত কাজ করার সম্ভাবনা আছে তার।’

তবে আনচেলত্তির প্রশংসা করলেও নিজের পুরনো অবস্থান থেকে পুরোপুরি সরে আসেননি রিভালদো। বিদেশি কোচদের প্রতি সংশয় প্রকাশ করে বলেন, ‘যাই হোক না কেন, এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপই আমাদের দেশি কোচ জিতিয়েছেন। কোনো বিদেশি কোচ এখন পর্যন্ত অন্য দলের হয়ে বিশ্বকাপ জেতেনি।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর