সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাজিলের কোচ হয়ে যা বললেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলের কোচ হয়ে প্রথম সংবাদ সম্মেলনে যা বললেন আনচেলত্তি

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আর বেশিদিন দেখা যাবে না কার্লো আনচেলত্তিকে। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন এই ইতালিয়ান কোচ। যদিও রিয়াল মাদ্রিদ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সোমবার আনচেলত্তির নিয়োগ নিশ্চিত করেছে। ৬৫ বছর বয়সী এই কোচ আগামী ২৬ মে থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন। এর একদিন আগেই রিয়াল মাদ্রিদ তাদের চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

বায়ার লেভারকুজেনের বর্তমান কোচ ও রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার জাবি আলোনসোকে ইতিমধ্যেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে। সান্তিয়াগো বার্নাব্যুতে আনচেলত্তির জায়গা নিতে প্রস্তুত আলোনসো। সোমবার সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “আজ যদি এই প্রেস কনফারেন্সটা না থাকত, তাহলে দিনটা আরও চমৎকার হতো। কিছু কথা এখন বলা সম্ভব না, কারণ আমি এখনো মাদ্রিদের কোচ। আমি এই ক্লাব ও এর জার্সির প্রতি সম্মান দেখাতে চাই।”


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, “২৬ মে থেকে আমি ব্রাজিলের কোচ হব। এটা আমার জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। তবে এর আগে রিয়ালের হয়ে এই দারুণ যাত্রার শেষটা ভালোভাবে শেষ করতে চাই। আমি কখনো রিয়ালের সঙ্গে কোনো সমস্যা করিনি, ভবিষ্যতেও করব না। এই ক্লাব আমার হৃদয়ে রয়েছে। কিন্তু জীবনে সব কিছুরই একটা শেষ থাকে।”

আজীবন রিয়ালের কোচ থাকা সম্ভব নয় জানিয়ে আনচেলত্তি বলেন, “আজীবন রিয়ালের কোচ থাকা সম্ভব না। অনেক কারণেই শেষ হয়। হয়তো ক্লাব নতুন করে কোনো অনুপ্রেরণা খুঁজছে। আমি এটাকে বড় করে দেখছি না। এই ক্লাবকে হাজারো ধন্যবাদ জানাই। আমি সবসময় রিয়ালের সমর্থক থাকব। এটা এক যুগের শেষ। দুর্দান্ত এক অধ্যায়। ছয় বছর রিয়ালের কোচ হিসেবে কাজ করব কখনো ভাবিনি। কিন্তু সেটা হয়ে গেছে।”

রিয়ালের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি না আসায় অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে আনচেলত্তি নিজেই বললেন, “ক্লাব যখন মনে করবে তখনই তারা ঘোষণা দেবে। এখানে কোনো সমস্যা নেই। ওরা যখন ঠিক মনে করবে তখনই জানাবে।”

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুটি মেয়াদে কাজ করেছেন আনচেলত্তি। এই সময়ে ক্লাবকে জিতিয়েছেন ১৫টি ট্রফি, যার মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের ডাবল জিতিয়েছেন তিনি। তবে চলতি মৌসুমে কোনো শিরোপা জয়ের সম্ভাবনা নেই। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে, কোপা দেল রে’র ফাইনালে হেরেছে বার্সেলোনার কাছে, আর লিগে হানসি ফ্লিকের বার্সার চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল, হাতে মাত্র তিন ম্যাচ বাকি।


বিজ্ঞাপন


নিজের রিয়াল অধ্যায় নিয়ে আনচেলত্তির প্রতিক্রিয়া, “আমি সবসময় জানতাম একদিন এই অধ্যায় শেষ হবে। আমি দারুণ সময় কাটিয়েছি এখানে। মনে করি, সবাই ভালো সময় কাটিয়েছে। তবে ফুটবল যেমন জীবন, কিছু শুরু হয়, আবার শেষ হয়। আমার এই সময়টা অসাধারণ কেটেছে। অনেক কিছু জিতেছি। এটা আজীবনের স্মৃতি হয়ে থাকবে।”

তিনি বলেন, “যেদিন দ্বিতীয়বার রিয়ালে যোগ দিয়েছিলাম, যদি কেউ বলত আমি চার বছরে ১১টি ট্রফি জিতব, তাহলে রক্ত দিয়ে চুক্তি করতাম! এটা ছিল একেবারে ভুলে যাওয়ার নয় এমন একটা সময়।”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর