ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির সঙ্গে বিরাট কোহলির টেস্ট অবসরের কী সম্পর্ক? স্বাভাবিকভাবে কিছুই না। কিন্তু ইন্টারনেটের কল্পনাশক্তি তো বাস্তবকে ছাড়িয়ে যায় বহু আগেই! আর তাই এক ভাইরাল ছবিকে ঘিরে শুরু হয়েছে হাস্যরসের বন্যা, যেখানে দাবি করা হয়েছে, কোহলির অবসরের পেছনে নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত!
পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তান যখন সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ রাখতে সম্মত হয়, তার একদিন পরেই ট্রাম্প প্রশাসনের তরফ থেকে জানানো হয়, এই যুদ্ধবিরতি চুক্তির কৃতিত্ব তাদের। এরপর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায় ট্রাম্পের ঘরানার ভাষায় তৈরি এক ব্যঙ্গাত্মক পোস্ট।
ছবিতে ট্রাম্পের নামে বলা হয়েছে, “বিরাট কুলির সঙ্গে দীর্ঘ রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছে। দারুণ খেলোয়াড়, আমি ওকে খুব পছন্দ করি। আর হ্যাঁ, আমি ‘সুচিন’ টেন্ডুলকারকেও ভালোবাসি, কিন্তু বিরাট ছিল স্পেশাল।”
বিজ্ঞাপন
ব্যঙ্গাত্মক এই পোস্ট যে নিছক মজা, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এর মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে টুইটার ও ইনস্টাগ্রামে। কেউ মজা করে লিখেছে, “ট্রাম্পই কোহলির অবসরের মূল কারণ!” আরেকজন যোগ করেছেন, “ক্রিকেটার নিজে না বললেও ট্রাম্প আগেই জানিয়ে দিয়েছেন কোহলি অবসর নিচ্ছে!”
এই ট্রল আরও প্রাণ পেল, যখন নতুন করে সামনে আসে ২০২০ সালের একটি ভিডিও। ওই বছর ভারতে এসে আহমেদাবাদের মোতেরায় ভাষণ দিতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, “এই দেশ যেখানে মানুষ বিশ্বসেরা কিছু ‘ক্রিকেটস প্লেয়ার’-কে সমর্থন করে, যেমন ‘সুচিন টেন্ডুলকার’ আর ‘ভিরট কো-লি’!”
বিজ্ঞাপন
গোটা স্টেডিয়ামে তখন উল্লাস, কিন্তু ট্রাম্পের উচ্চারণ তখন থেকেই হাস্যরসের খোরাক। কেউ ছিলেন যার চোখে সেটি ছিল নিরীহ ভুল, আবার কেউ কেউ একে দেখেছিলেন অসম্মান হিসেবে। আর এখন সেই পুরনো ভিডিও নতুন আলোচনার খোরাক।
মজার বিষয় হলো, ভাইরাল এই মিমের পেছনে সত্যিকারের ঘটনা হলো, সোমবার সত্যি সত্যিই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। খবর ছড়াতেই ক্রীড়াজগতে নেমে আসে বিস্ময়। বিভিন্ন সূত্রের দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ড কোহলির সঙ্গে আলোচনা চালিয়েছিল তাকে সিদ্ধান্ত বদলাতে রাজি করানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।
এখন পর্যন্ত এটা স্পষ্ট, ট্রাম্পের সেই মিম নিছক হাস্যরস হলেও, কোহলির অবসর কিন্তু একদমই সত্যি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ট্রল ও মিমের উৎসব চলছে, তাতে বোঝাই যাচ্ছে, ট্রাম্প ও কোহলি, দুই ভুবনের দুই তারকার ‘অদ্ভুত জুটি’ বেশ উপভোগ করছে অনলাইন দুনিয়া!

