ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে স্থবিরতা নেমে এসেছিল দুই দেশের ক্রীড়াক্ষেত্রে। আইপিএল এ পিএসএল স্থগিত করা হয়েছিল। তবে যুদ্ধ বিরতির পর এবার আবার মাঠে গড়াচ্ছে দুই টুর্নামেন্ট। ভারত ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে আইপিএল শুরুর নতুন সময়। এবার পিএসএল শুরুর নতুন সময়ও জানা গেল।
২০২৫ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবার মাঠে গড়াবে ১৭ মে, আর ফাইনাল হবে ২৫ মে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ভেন্যু বা পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি, তবে নিশ্চিত হওয়া গেছে যে আগে নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর শেষ হচ্ছে টুর্নামেন্ট।
বিজ্ঞাপন
পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি এক্স (আগের টুইটার)-এ এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন,
"পিএসএল যেখানে থেমেছিল সেক্ষান থেকেই আবার শুরু হবে। ৬ দল, কোনো ভয় নেই। ১৭ মে থেকে শুরু ৮টি রোমাঞ্চকর ম্যাচ, শেষ হবে ২৫ মে গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে। সব দলকে শুভকামনা!"
যদিও নাকভির টুইটে ম্যাচগুলোর ভেন্যু নিয়ে কিছু বলা হয়নি, তবে ধারণা করা হচ্ছে বাকি ম্যাচগুলো পাকিস্তানেই অনুষ্ঠিত হবে। ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার কারণে মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল এবারের পিএসএল। এখনও বাকি আছে ৮টি ম্যাচ। তাই টুর্নামেন্ট শেষ করতে পিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো খুবই আগ্রহী।
এরইমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠক করেছে পিসিবি। আলোচনা হয়েছে নির্দিষ্ট তারিখ ও ভেন্যু নিয়ে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন বিদেশি খেলোয়াড়দের পাওয়া।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি ক্রিকেটার ফিরবেন না বলেই ধারণা করা হচ্ছে। ফলে একেক দলের স্কোয়াডে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। কিছু দল আবার আত্মবিশ্বাসী তাদের বিদেশি তারকারা ফিরবেন।
বিজ্ঞাপন
এই সমস্যা সামাল দিতে বিকল্প হিসেবে 'রিপ্লেসমেন্ট ড্রাফট' আয়োজনের চিন্তাভাবনাও করছে পিসিবি। পিএসএলের নতুন সূচির কারণে প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের পাকিস্তান সফরেও। আগের পরিকল্পনা অনুযায়ী ২৫ মে ফয়সালাবাদে প্রথম টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের।
কিন্তু ঠিক সেই দিনেই হবে পিএসএলের ফাইনাল! ফলে সূচি পাল্টানো প্রয়োজন পড়বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পাকিস্তান সফর নিয়ে তারা “সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছে।”

