সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাদা বলের ক্রিকেটে নতুন কোচ পেল পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

সাদা বলের ক্রিকেটে নতুন কোচ পেল পাকিস্তান 

পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে নতুন কোচ হচ্ছেন মাইক হেসন। আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি। এক বিবৃতিতে নাকভি বলেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে মাইক হেসন পাকিস্তান দলের নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।”

আগামী ২৬ মে থেকে হেসন দায়িত্বে যোগ দেবেন এবং মূলত সীমিত ওভারের ক্রিকেটেই তাকে দেখা যাবে পাকিস্তান দলের সঙ্গে। নাকভি আরও জানিয়েছেন, হাই পারফরম্যান্স সেন্টারের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পেসার আকিব জাভেদ।


বিজ্ঞাপন


এই পদের জন্য আগে থেকেই প্রার্থী চাওয়া হয়েছিল এবং অনেক আবেদন জমা পড়ে। সেসব আবেদন পর্যালোচনা করেই হেসন ও আকিবকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান নাকভি।

GettyImages-979825730

নিউজিল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে সাফল্যের জন্য পরিচিত মাইক হেসন, পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে অভিজ্ঞতার নতুন মাত্রা যোগ করবেন বলে আশাবাদী বোর্ড। এপ্রিল মাসে নিউজিল্যান্ড সফরের পর পাকিস্তান পুরুষ দলের কোচের পদটি খালি হয়। এরপর নানা আবেদন যাচাই-বাছাই করে হেসনকে নির্বাচিত করা হয়েছে।

নিউজিল্যান্ড ও কেনিয়া জাতীয় দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে হেসনের। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন।


বিজ্ঞাপন


সাদা বলের ফরম্যাটে পাকিস্তান দলকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব এবার হেসনের কাঁধে। এখন দেখার অপেক্ষা, তার অভিজ্ঞতা পাকিস্তানকে কতটা পথ এগিয়ে নিতে পারে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর