সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কোহলি-রোহিত ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবে না: গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

কোহলি-রোহিত ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবে না: গাভাস্কার

ভারতীয় ক্রিকেটের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর আগে, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তাঁরা টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়ান। তবে দু’জনেই এখনও এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। এই সিদ্ধান্তে অনেকের ধারণা, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্যেই তাঁরা এই ফরম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন।

তবে ভারতের সাবেক অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার মনে করছেন না যে রোহিত ও কোহলি ২০২৭ বিশ্বকাপে খেলবেন। 


বিজ্ঞাপন


গাভাস্কারের বক্তব্য, ‘এক দিনের ক্রিকেটে ওরা এখনো দুর্দান্ত। কিন্তু প্রশ্ন হলো, ওরা কি ২০২৭ সাল পর্যন্ত এই ফর্ম ধরে রাখতে পারবে? তখন ওদের বয়স হবে যথাক্রমে ৪০ ও ৩৮। ফিটনেস, ফর্ম- সব কিছুই তখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে যদি তারা আগামী বছরও ধারাবাহিকভাবে ভালো খেলে, একের পর এক শতরান করে, তা হলে ঈশ্বরও ওদের দল থেকে বাদ দিতে পারবেন না।’

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত ও কোহলি ভালো ফর্মে ছিলেন। তাঁদের অভিজ্ঞতা এবং পারফরম্যান্স ভারতীয় দলের বড় সম্পদ। তবে বয়স এবং দীর্ঘমেয়াদি ফিটনেসই তাঁদের ২০২৭ বিশ্বকাপ স্বপ্নে বাধা হয়ে দাঁড়াতে পারে।

কোহলির হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়েও মুখ খোলেন গাভাস্কার। তিনি বলেন, ‘আমি মোটেই অবাক হইনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেভাবে টেস্ট সিরিজ গড়িয়েছে, তাতে বড় পরিবর্তন আসবেই। কে খেলবে আর কে খেলবে না, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। কোহলি তার সময় বুঝে সিদ্ধান্ত নিয়েছে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর