সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাজিল কোচ হয়ে কত টাকা বেতন পাবেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

ব্রাজিল কোচ হয়ে কত টাকা বেতন পাবেন আনচেলত্তি

ব্রাজিলীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেস জানান, ‘কার্লো আনচেলোত্তিকে ব্রাজিলে আনা কেবল কৌশলগত সিদ্ধান্ত নয়। এটা বিশ্বকে বার্তা দিচ্ছে, আমরা আবার শীর্ষে ফিরতে চাই। তিনি ইতিহাসের সেরা কোচ, এখন সেরা জাতীয় দলের দায়িত্বে। একসঙ্গে আমরা ব্রাজিলিয়ান ফুটবলের নতুন গৌরবগাথা লিখব।’

ইএসপেন ব্রাজিলের মতে, আনচেলত্তি প্রতি মাসে প্রায় ৮,৫০,০০০ ডলার (বাংলাদেশি টাকায় যা ১ কোটি টাকা)। আর বছরে প্রায় ১০ মিলিয়ন ডলার বেতন পাবেন। বাংলাদেশি টাকায় যা ১১৫কোটি টাকা। 


বিজ্ঞাপন


বেতন ও বোনাস ছাড়াও ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে একাধিক বাড়তি সুবিধা দিচ্ছে সিবিএফ। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আনচেলত্তি বসবাসের জন্য চলে যাবেন ব্রাজিলের রিও ডি জেনিরোতে। সেখানে তাঁর জন্য বরাদ্দ থাকবে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যার সম্পূর্ণ ব্যয় বহন করবে সিবিএফ।

যদিও আনচেলত্তির পরিবার ও বন্ধুবান্ধব ইউরোপেই অবস্থান করবেন, তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ নিশ্চিত করতে সিবিএফ আনচেলত্তিকে একটি প্রাইভেট জেট সুবিধা দিচ্ছে, যা তিনি বিদেশ ভ্রমণের জন্য ব্যবহার করতে পারবেন।

এছাড়াও, আনচেলত্তি পাবেন আন্তর্জাতিক মানের স্বাস্থ্য বীমা, যা তাঁর চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় কভার করবে। পাশাপাশি, তাঁর জন্য থাকবে একটি পূর্ণাঙ্গ জীবন বীমার সুবিধাও।

রিয়াল মাদ্রিদের সঙ্গে চলমান লা লিগা মৌসুম শেষ করে ২৬ মে আনচেলোত্তি আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের কোচ হিসেবে কাজ শুরু করবেন। এটাই হবে তার দক্ষিণ আমেরিকায় প্রথম কোচিং দায়িত্ব। অভিষেকেই কঠিন চ্যালেঞ্জ ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব। জুনের ৬ তারিখ ইকুয়েডর ও ৮ জুন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে তার নতুন যাত্রা শুরু হবে।


বিজ্ঞাপন


ব্রাজিল দলে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, এদের মিলিতাও, রদ্রিগোদের মতো খেলোয়াড়। যাঁরা রিয়াল মাদ্রিদে আনচেলোত্তির অধীনে খেলেছেন। এই পরিচিত মুখগুলি হয়তো নতুন ভূমিতে মানিয়ে নেওয়ায় কোচকে সাহায্য করবে। তবে দক্ষিণ আমেরিকার আলাদা ফুটবল আবহ, প্রতিপক্ষের কঠিন মাঠ ও আবেগময় পরিবেশ—এসবই আনচেলোত্তির জন্য এক নতুন ধরণের পরীক্ষা।

ব্রাজিল দীর্ঘদিন ধরেই বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। সর্বশেষ ২০০২ সালে সেলেসাও বিশ্বকাপ জিতেছিল। এরপর থেকে প্রতিবারই তারা থেমে গেছে সেমিফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনালে। আনচেলোত্তির অভিজ্ঞতা, শীতল মস্তিষ্ক ও ট্যাকটিকাল গভীরতা কি ব্রাজিলকে ফেরাতে পারবে শীর্ষে, সময়েই বলবে তা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর