ভারতীয় ক্রিকেটের সবচেয়ে তারকা ব্যাটার বিরাট কোহলি কি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন? এমন গুঞ্জন ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ক্রিকেট মহলে। এবার তার অবসর নিয়ে জল্পনা আরও জোরদার হল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি এমন কিছু মন্তব্য করেছেন, যা থেকেই ধারনা করা হচ্ছে, হয়তো খুব শীঘ্রই টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে যাচ্ছেন তিনি।
সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘নিজের কাছে সব সময় সৎ থাকা উচিত। সকলেই জানেন টেস্ট ক্রিকেট কঠিন। আপনি যখন বিশ্বের অন্যতম সেরা দলের বা সম্ভবত গত কয়েক বছর বিশ্বের সেরা দলের অংশ, তখন অনিচ্ছা থাকলেও অনেক কিছু করতে হয়। কোনও কোনও সময় মনে হয়, আমায় কি আবার পাঁচ দিনের জন্য কাজটা করতে হবে? এই রকম পরিস্থিতিতে নিজের কাছে সৎ থাকা জরুরি।’
বিজ্ঞাপন
‘মনে হয়, আমি কি আরও কয়েকটা কঠিন দিন কাটানোর জন্য প্রস্তুত? যখন আপনি জানেন পরিস্থিতি আপনার বিরুদ্ধে, সমস্যায় রয়েছেন, তখন কি তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে? আপনি কি জানেন ব্যাট হাতে দলের জন্য ১০০ বা ১৫০ রান করবেন? এই বিষয়টা একটা পর্যায়ে কঠিন হয়ে যায়। হয়তো দু’দিন ধরে পাঁচ-ছ’ঘণ্টা ব্যাট করতে হবে। সেটা করার জন্য শারীরিক ভাবে যথেষ্ট সক্ষম আছি কিনা, সেটাও গুরুত্বপূর্ণ।’
তার এমন মন্তব্য বলে দিচ্ছে, টেস্ট ক্রিকেটের মানসিক ও শারীরিক চাপ আর আগের মতো টানতে পারছেন না তিনি। এর আগেও শোনা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরের সময় কোহলি সতীর্থদের কাছে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে টেস্টে ফর্মেও কিছুটা খরা চলছে তাঁর। আর তাই, তরুণদের সুযোগ করে দিতে নিজের জায়গা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন তিনি।
তবে এখনও পর্যন্ত বিসিসিআই কিংবা কোহলির পক্ষ থেকে কোনও আনুষ্টানিক ঘোষণা আসেনি। বিসিসিআই এবং কিংবদন্তি ব্রায়ান লারাসহ অনেক সাবেক ক্রিকেটার কোহলিকে অনুরোধ করেছেন এখনই অবসর না নিতে।
কোহলি অবশ্য পরিষ্কার জানিয়েছেন, ‘আপনি যদি আমাকে বলেন কালই টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে, তা হলে কোনও আক্ষেপ ছাড়াই সরে যাব। কারণ ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার পর থেকে যা যা করেছি, সব দলের জন্য। সব সময় দলের কথা ভেবে খেলেছি। চেষ্টা করেছি পরিবেশ উন্নত করার। কারণ আমি ওই পরিবেশেরই অংশ।’
বিজ্ঞাপন
ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা করে দিতে চাইছেন কোহলি। বলেছেন, ‘আমরা এখন ক্রিকেট জীবনের শেষ প্রান্তে। চাইব আমরা থাকতে থাকতেই ওরা দ্রুত সব কিছুর সঙ্গে মানিয়ে নিক।’

