দক্ষিণ আফ্রিকার লাল বলের ক্রিকেটের প্রধান কোচ ছিলেন শুকরি কনরাড। তার অধীনে খেলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে প্রোটিয়ারা। এবার কনরাডকেই সাদা বলের দুই ফরম্যাটের কোচ হিসেবেও নিযুক্ত করেছে দেশটি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ থাকবে কনরাডের।
সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন রব ওয়াল্টার। তবে তিনি গত এপ্রিলে পদত্যাগ করার পর এবার কনরাডকে নিযুক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
২০২৩ সাল থেকে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৮ বছর বয়সী কনরাড। তার অধীনেই প্রোটিয়ারা পৌঁছে গেছে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
তিন ফরম্যাএ কোচিংয়ের পাশাপাশি কনরাড এখন থেকে একজন নির্বাচকের সঙ্গে যৌথভাবে দল নির্বাচন করবেন। এর আগে কনরাড একাই টেস্ট দলের দল নির্বাচন করতেন।
সাদা বলের ক্রিকেটে কোচ হিসেবে কনরাডের প্রথম অ্যাসাইনমেন্ট হবে জিম্বাবুয়ের বিপক্ষে। জুলাইয়ে প্রোটিয়ারা খেলবে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডেও খেলবে দলটি।

