সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘ভারতের গণমাধ্যম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৫, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

‘ক্রিকেট একসময় একত্রিত করেছে, এখন ক্রসফায়ারে বিদ্ধ করছে’

পাকিস্তান-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ক্রিকেটকেও যেন ছাড় দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতীয় ড্রোন হামলায় পিএসএল ম্যাচ স্থগিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি দাবি করেছেন, একসময় যে খেলাটি জাতিগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরি করত, আজ সেটাই রাজনৈতিক সংঘর্ষের বলি হচ্ছে।

৭ মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পিএসএলের পেশোয়ার জালমি বনাম করাচি কিংসের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে খেলা শুরুর মাত্র ছয় ঘণ্টা আগে স্টেডিয়ামের বাইরে ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়াম কমপ্লেক্সের একটি ভবন। এই ঘটনার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচটি বাতিল করতে বাধ্য হয়।


বিজ্ঞাপন


এই ঘটনায় এক্সে প্রতিক্রিয়া জানিয়ে আফ্রিদি বলেন, ‘খেলাধুলা বর্ডার, ধর্ম এবং রাজনৈতিক মতাদর্শের মানুষকে একত্রিত করে। আজ সেই খেলাই আক্রমণের সম্মুখীন। পিএসএল দুবাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে এবং ভারতীয় ড্রোন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের বাইরে আঘাত করছে। ক্রিকেট একসময় আমাদের একত্রিত করেছে। এখন আমাদের ক্রসফায়ারে বিদ্ধ করছে।’

তিনি ভারতের গণমাধ্যমের ভূমিকাতেও প্রশ্ন তুলেছেন, ‘ভারতীয় গণমাধ্যম সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বদলে প্যারোডিতে রূপ নিয়েছে। তাদের নিউজরুম কার্টুন নেটওয়ার্কে পরিণত হয়েছে।’

শেষে আফ্রিদি আহ্বান জানান, খেলাধুলার মাধ্যমে আবারও শান্তির পথে ফিরে আসতে, ‘আবারও স্ট্যাম্প উত্থিত হোক। শুধু খেলার জন্য নয়, বরং শান্তির জন্যও।’

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার ঘটনার জেরে ভারত ৬ মে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানের বিভিন্ন স্থানে ড্রোন হামলার ঘটনা ঘটে, যার একটি রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংলগ্ন এলাকায়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর