মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

ভারত-পাকিস্তান উত্তেজনা, আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২৫, ১১:১০ এএম

শেয়ার করুন:

ভারত-পাকিস্তান উত্তেজনা,আইপিএলের বাকি অংশ ইংল্যান্ডে!

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে আইপিএল ২০২৫ মৌসুম আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ চলাকালীন নিরাপত্তাজনিত কারণে ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। 

এরপর দর্শকদের স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়। পরদিন বিসিসিআই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত জানায়। এখনো ১৬টি ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে রয়েছে প্লে-অফ পর্যায়ের ম্যাচগুলোও।


বিজ্ঞাপন


এমন অনিশ্চয়তার মধ্যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আইপিএলের বাকি ম্যাচগুলো ইংল্যান্ডে আয়োজনের প্রস্তাব দিয়েছে। 

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসিবির চিফ এক্সিকিউটিভ রিচার্ড গোল্ড ইতোমধ্যেই বিসিসিআইয়েত সঙ্গে প্রাথমিক যোগাযোগ করেছেন। সেপ্টেম্বর মাসে ম্যাচগুলো আয়োজনের সম্ভাবনা রয়েছে বলে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সক্রিয় আলোচনা চলছে না।

এর আগেও, ২০২১ সালে কোভিড পরিস্থিতিতে আইপিএল স্থগিত হলে ইসিবি একই ধরনের প্রস্তাব দিয়েছিল। যদিও তখন টুর্নামেন্ট পরে ইউএইতে সম্পন্ন হয়।

অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, চলমান ভারত-পাকিস্তান সংঘাতের কারণে পিএসএলের বাকি ৮টি ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। 


বিজ্ঞাপন


প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবি। ভারতীয় ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র আক্রমণের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর