সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশ সফর ও এশিয়া কাপ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২৫, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশ সফর ও এশিয়া কাপ নিয়ে নতুন সিন্ধান্ত ভারতের

আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্তে চলমান সামরিক উত্তেজনার ছায়া এবারও পড়তে যাচ্ছে ক্রিকেটে। আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) সাময়িকভাবে স্থগিত হওয়ার রেশ না কাটতেই এবার এশিয়া কাপ ও বাংলাদেশ সফরের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার দাবি, প্রয়োজন হলে এই দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা বাদ দিয়ে ওই সময়ের মধ্যে আইপিএলের বাকি থাকা ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


বিজ্ঞাপন


সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের উত্তেজনায় ক্রিকেটকেও প্রভাবিত করছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে আইপিএলও এক সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে, বিসিসিআই অগাস্ট-সেপ্টেম্বরের আন্তর্জাতিক সূচি থেকে নিজেকে গুটিয়ে নিতে পারে বলে জানায় টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে। এতে ভারতের আগস্টে নির্ধারিত বাংলাদেশ সফর এবং নিজ মাঠে আয়োজনের কথা থাকা এশিয়া কাপ বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছিল। সূচি অনুযায়ী, ভারতীয় ক্রিকেট দল আগামী ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা ছিল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করা হয়েছিল মিরপুর ও চট্টগ্রামে।

তবে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার অনুষ্ঠিতব্য পরিচালকদের একটি অনানুষ্ঠানিক বৈঠকে ভারত সফরসহ সাম্প্রতিক সব বিষয় নিয়ে আলোচনা হবে।


বিজ্ঞাপন


বর্তমানে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আন্তর্জাতিক ক্রিকেটের ওপর এক নতুন অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে আসছে। বিসিসিআইয়ের সিদ্ধান্ত, রাজনৈতিক পরিস্থিতি ও আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ করবে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ আদৌ হবে কিনা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর