ধর্মশালায় নিরাপত্তা সংক্রান্ত অস্বাভাবিক পরিস্থিতির জেরে আজ পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে চলমান আইপিএল ম্যাচটি মাঝপথেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফ্লাডলাইট বন্ধ হয়ে যাওয়ার পর স্টেডিয়ামে আতঙ্ক ছড়ায়, দর্শকদের দ্রুত নিরাপদে বাইরে বের করে নেওয়া হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে হিমাচল প্রদেশে থাকা দুই দলের ক্রিকেটারদের, সাপোর্ট স্টাফ এবং সম্প্রচার কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, ধর্মশালায় একমাত্র বিমানবন্দর বন্ধ থাকায় এবং চণ্ডীগড় বিমানবন্দরেও বিমান চলাচল স্থগিত হওয়ায়, বিসিসিআই 'বন্দে ভারত এক্সপ্রেসে'র মাধ্যমে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। এই ট্রেনটি হিমাচলের উনা স্টেশন থেকে দুই দলের ক্রিকেটারদের নিয়ে আগামীকাল ছাড়বে।
বিজ্ঞাপন
বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, 'আমরা আপাতত সকলকে নিরাপদে সরিয়ে আনার চেষ্টা করছি। আগামীকাল পরিস্থিতি খতিয়ে দেখে টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে খেলোয়াড়দের নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার।'
বিসিসিআই জানিয়েছে, পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে এবং খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা বিবেচনায় এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
এদিন ম্যাচ চলাকালীন পাঞ্জাব কিংসের ইনিংসের ১০.১ ওভারে প্রথম উইকেট পতনের পরপরই একটি ফ্লাডলাইট নিভে যায়। এরপর দ্রুত আরও দুটি লাইট টাওয়ার নিভে যাওয়ায় গ্যালারিতে আতঙ্ক ছড়ায়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি ভেবে নেওয়া হলেও দ্রুত নিরাপত্তা বিষয়ক সতর্কতায় ম্যাচ বন্ধ করে দেওয়া হয়।
বর্তমান দুই দেশের পরিস্থিতি ঘিরে প্রশ্ন উঠেছে, চলতি বছরের আইপিএল টুর্নামেন্ট কি বাতিল হয়ে যাবে। জানা যায়, বিসিসিআই এই বিষয়েও আলোচনায় বসেছে, তবে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

