সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতে পাকিস্তানের ড্রোন হামলা, বন্ধ পাঞ্জাব-দিল্লির আইপিএল ম্যাচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

ভারতে পাকিস্তানের ড্রোন হামলা, মাঝপথে বন্ধ পাঞ্জাব-দিল্লির আইপিএল ম্যা

আজ বৃহস্পতিবার ৮ মে রাতে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের জম্মু শহরে একাধিক বিস্ফোরণ ও সাইরেনের শব্দ শোনা গেছে, যার ফলে পুরো শহর অন্ধকারে ডুবে যায়। এমনটায় জানায় এনাইর টুইটে ও একাধিক ভারতয়ী গণমাধ্যমে। ভারতের একাধিক গণমাধ্যমের তথ্য অনুসারে, স্থানীয় বাসিন্দারা আকাশে সন্দেহজনক ড্রোন দেখার কথা জানিয়েছেন।  ভারতীয় কর্তৃপক্ষ এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।  

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান ৮ মে রাতে ভারতের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে, যেগুলো ভারতীয় এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়, এমনটা দাবি করেন ভারতের একাধিক গণমাধ্যম।


বিজ্ঞাপন


দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ধর্মশালায় অনুষ্ঠিতব্য আইপিএলে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। খেলার সময় হঠাৎ করেই স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভে গেলে মাঠে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিরাপত্তা শঙ্কায় খেলোয়াড়দের তাৎক্ষণিকভাবে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় এবং দর্শকদের স্টেডিয়াম ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

Screenshot_20250508-224453

আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব ও দিল্লি । তবে ম্যাচটি ১০.১ ওভারে গিয়ে আচমকাই বন্ধ হয়ে যায়। শুরুতে প্রযুক্তিগত ত্রুটি বলে দেখানো হলেও, পরে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল সংবাদ সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) জানান, 'জম্মুতে জারি হওয়া রেড অ্যালার্টের ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ম্যাচটি বন্ধ করা হয়েছে।'

এছাড়া পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচটি এখন স্থানান্তরিত হয়েছে আহমেদাবাদে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ধর্মশালার বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায় ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে বিদেশি খেলোয়াড়রা খেলা চালিয়ে যেতে আগ্রহী এবং তাদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


Screenshot_20250508-230507

এই ঘটনার পেছনে রয়েছে ভূরাজনৈতিক প্রেক্ষাপট। চলতি মাসের শুরুতে কাশ্মীরে হিন্দু পর্যটকদের লক্ষ্য করে চালানো এক প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় ভারত কড়া জবাব দেয়। 'অপারেশন সিন্ধু' নামে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী ঘাঁটিতে চালানো ভারতীয় বিমান ও ড্রোন হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়, যার মধ্যে শিশুরাও ছিল। পাকিস্তান এই হামলাকে যুদ্ধ ঘোষণা বলে উল্লেখ করে পাল্টা জবাব দেয়, যার ফলে সীমান্তে গোলাগুলি ও ড্রোন হামলার ঘটনা আরও তীব্র আকার ধারণ করেছে।

Screenshot_20250508-220231-1

উত্তেজনাকর এই পরিস্থিতি কেবল ভারত নয়, পাকিস্তানেও খেলাধুলার উপর প্রভাব ফেলেছে। আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম পাশে ভারতের একটি ড্রোন ধ্বংস করে পাকিস্তান। আর তার জন্য পিএসএলের আজকের ম্যাচও বাতিল হয়েছে নিরাপত্তা উদ্বেগের কারণে, যেখানে বিদেশি খেলোয়াড়রা দেশে ফিরে যাওয়ার আবেদন জানিয়েছেন।

এদিক আইপিএল আয়োজক কমিটি নতুন করে ম্যাচসূচি পুনর্বিন্যাসের কাজ করছে এবং সরকার ও নিরাপত্তা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে চলেছে। বর্তমানে ধর্মশালার মতো সীমান্তবর্তী এলাকাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর