বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক সুখবর এসেছে। কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার ছাড়পত্র পেয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে লাল-সবুজের প্রতিনিধিত্ব করার স্বপ্ন বাস্তব হতে চলেছে এই ২৭ বছর বয়সী মিডফিল্ডারের।
সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও তার পিতামাতা বাংলাদেশি। ২০২০ সালে তিনি কানাডার জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন। এরপর দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকলেও ক্লাব পর্যায়ে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র ও অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন করেছেন সামিত। ২০ এপ্রিল জন্ম নিবন্ধনের কাগজ, ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র, ৫ মে বাংলাদেশের পাসপোর্ট এবং ৬ মে ফিফার চূড়ান্ত অনুমোদন পেয়েছেন তিনি।
এতে করে আগামী ১০ জুন এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তার অভিষেক হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
এই নতুন অধ্যায়ের সূচনায় ভক্তদের উদ্দেশে এক ভিডিও বার্তায় সামিত বলেন, ‘আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি খুবই রোমাঞ্চিত। আপনাদের সবার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা জাতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার এই প্রক্রিয়াকে দ্রুত সময়ে শেষ করতে সাহায্য করেছেন, তাদেরও ধন্যবাদ।’

