চ্যাম্পিয়ন্স লিগে আজ বড় ম্যাচে মাঠে নামছে আর্সেনাল। ফাইনালে ওঠার লড়াইয়ে পিএসজির বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচে খেলবে গানাররা। এর আগে রিয়াল মাদ্রিদের মাঠে জয় পাওয়াটা প্রমাণ করেছে যে আর্সেনাল চাপে পড়ে ভালো খেলতে জানে, এমনটাই বলছেন দলের মাঝমাঠের তারকা ডেক্লান রাইস। এবার তাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ যেখানে আর্সেনালের লক্ষ্য স্পষ্ট- একটি বার্তা দেওয়া এবং ফাইনালে ওঠা।
এমিরেটসে প্রথম লেগে উসমান ডেম্বেলের গোলেই ১-০ গোলে এগিয়ে আছে পিএসজি। আর চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি দলই সেমিফাইনালের প্রথম লেগ ঘরের মাঠে হারার পর ফাইনালে উঠতে পেরেছে। তবে আর্সেনালের আত্মবিশ্বাসে ভাটা নেই।
বিজ্ঞাপন
রাইস বলেন, “একশ ভাগ বিশ্বাস আমাদের আছে। আমরা পারবো। কয়েক সপ্তাহ আগে যখন আমরা বার্নাব্যুতে খেলতে গিয়েছিলাম, তখন অনেকেই প্রশ্ন তুলেছিল, আমরা কি সেই চ্যালেঞ্জ সামলাতে পারবো? যদিও ৩-০ গোলের লিড ছিল, তবুও অনেকেই ভাবছিল মাদ্রিদ ফিরেই যাবে ম্যাচে। কিন্তু দল হিসেবে আমরা যেভাবে পরিস্থিতি সামলেছি, সেটা ছিল দুর্দান্ত।”
তিনি আরও বলেন, “আগামীকাল রাতে স্টেডিয়ামের পরিবেশ হবে উত্তাল। কিন্তু আমরা আগেও প্রমাণ করেছি, বড় মঞ্চে চাপ সামলাতে পারি। এই ম্যাচটাও আমাদের জন্য আরেকটা বড় ধাপ। আমরা তরুণ দল, কিন্তু যদি সত্যিই শীর্ষ দল হতে চাই, ট্রফি জিততে চাই, তাহলে এই ধরনের ধাপগুলো আমাদের পার হতে হবে। আর ফাইনাল এখন কেবল ৯০ মিনিট দূরে, সেটা আমাদের আরও অনুপ্রাণিত করছে।”
পিএসজির মিডফিল্ডের চ্যালেঞ্জ নিয়ে রাইস বলেন, “প্রথম ম্যাচেই বোঝা গিয়েছিল, ওদের মিডফিল্ডে অনেক মুভমেন্ট। তারা অনেক দৌড়ায়, একে অপরের জন্য জায়গা তৈরি করে। কিন্তু একবার বুঝে গেলে ওদের কীভাবে আটকানো যায়, তখন আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছিলাম। আমরা আমাদের উইঙ্গারদের বল দিয়েছি, ওয়ান অন ওয়ান পরিস্থিতি তৈরি করেছি, তখনই খেলার চেহারা বদলাতে থাকে। আগামীকাল আমাদের আবারও সেটা করতে হবে।”

