সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গুজরাটের কাছে হারের পর জরিমানা গুণছে পুরো মুম্বাই দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ মে ২০২৫, ০৬:১১ পিএম

শেয়ার করুন:

গুজরাটের কাছে হারের পর জরিমানা গুণছে পুরো মুম্বাই দল

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের জয়ের ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও তার পুরো দলকে (প্রথম একাদশ এবং ইমপ্যাক্ট সাব কার্ণ শর্মাসহ) জরিমানার মুখে পড়তে হয়েছে। অন্যদিকে, ম্যাচজয়ী দল গুজরাটের প্রধান কোচ আশিষ নেহরাও শাস্তি পেয়েছেন ‘খেলার চেতনা পরিপন্থী আচরণ’-এর কারণে।

স্লো ওভার রেটের কারণে মুম্বাইয়ের সব ক্রিকেটারকে এমন জরিমানা গুণতে হচ্ছে। তবে সবচেয়ে বেশি শাস্তি পাচ্ছেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক পান্ডিয়াকে ২৪ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে


বিজ্ঞাপন


মঙ্গলবার রাতে অনুষ্ঠিত আইপিএল ২০২৫-এর এই ম্যাচটি ছিল বৃষ্টিবিঘ্নিত। দ্বিতীয় ইনিংসে বৃষ্টি বারবার খেলা বন্ধ করে দেয়, আবার শুরু হয়, এমন পরিস্থিতিতে শেষ ওভার মানে ১৯তম ওভারে মুম্বাইকে নিয়ম মেনে বাড়তি একজন ফিল্ডার ৩০ গজের বৃত্তে আনতে হয়। ওই ওভারে দীপক চাহারের বিরুদ্ধে গুজরাটের দরকার ছিল ১৫ রান, আর শেষ বলে জিতেও যায় তারা।

এই ম্যাচে ধীর ওভার রেটের দায়ে হার্দিক পান্ডিয়াকে ২৪ লাখ রুপি জরিমানা গুনতে হয়েছে, কারণ অধিনায়ক হিসেবে এটা তার নেতৃত্বে দ্বিতীয়বার স্লো ওভার রেটের ঘটনা। দলের অন্য ক্রিকেটাররা প্রত্যেকে ৬ লাখ রুপি বা ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা গুণবেন। 

rishav_pant_lsg

অন্যদিকে গুজরাটের আশিষ নেহরা ম্যাচের শেষ দিকে বেশ উত্তেজিত ছিলেন। বৃষ্টির পর যখন খেলা শুরু করা নিয়ে অনিশ্চয়তা চলছিল, তখন তাকে মাঠে বারবার আম্পায়ারদের সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপর ‘আইপিএল কোড অব কন্ডাক্ট’-এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগে তার ম্যাচ ফি'র ২৫ শতাংশ কেটে নেওয়া হয় এবং সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়। যদিও আইপিএল তার অপরাধটা কী ছিল, সেটা নির্দিষ্ট করে বলেনি।


বিজ্ঞাপন


আইপিএলের ইতিহাসে এটাই দ্বিতীয়বার কোনো কোচকে ডিমেরিট পয়েন্ট দিয়ে শাস্তি দেওয়া হলো। এর আগে, ১৬ এপ্রিল দিল্লিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে সুপার ওভারে জেতার পর দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ প্যাটেলকেও একইভাবে শাস্তি পেতে হয়েছিল।

এই মৌসুমে ধীর ওভার রেটের জন্য হার্দিক পান্ডিয়ার পাশে আরও বেশ কয়েকজন তারকা আছেন—যেমন ঋষভ পান্ত, শুভমান গিল, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, রজত পাতিদার এবং রিয়ান পরাগ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর