কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্য রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরাবাদে এই হামলা চালানো হয়।
পাকিস্তানের সেনাবাহিনী এ হামলাকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে বলেছে, এর যথাযথ জবাব দেওয়া হবে এবং কিছু জবাব ইতোমধ্যেই দেওয়া হয়েছে। ভারতের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।
বিজ্ঞাপন
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, ‘পাকিস্তান যথাসময়ে, অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। আমাদের বাহিনী দক্ষতার সঙ্গে দেশের আকাশসীমা রক্ষা করেছে এবং আক্রমণের উপযুক্ত জবাব দিয়েছে।’
আরও পড়ুন-ভারত-পাকিস্তান যুদ্ধের জেরে বন্ধ হচ্ছে আইপিএল!
এদিকে পাকিস্তানের নিরাপত্তা সংস্থার সূত্র দিয়ে সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এই উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর তিনটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, বাহাওয়ালপুর সীমান্তের কাছাকাছি ভারতীয় আকাশসীমায় একটি রাফায়েল ও একটি এসইউ-৩০ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। একইভাবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্টিপোরা অঞ্চলের দক্ষিণ-পশ্চিমে আরও একটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এদিকে ভারত-পাকিস্তানের চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে দুই দেশের তারকারা সরব হয়েছেন সামাজিক মাধ্যমে। ভারতের ক্রিকেট তারকা এবং বলিউড তারকারা সামাজিক মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর হামলা চালানোর বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আরও পড়ুন- পাকিস্তানে ভারতের হামলা, যা বললেন ইমরান খান
আবার পাকিস্তানের তারকারাও নিজেদের সেনবাহিনীর সাহস ও দক্ষতার প্রশংসা করছেন সমানতালে। চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝেই ভারত এমন হামলা চালিয়েছে। এদিকে আজ ফেসবুকে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে পিএসএলের দল লাহোর কালান্দার্স। একটি ভিডিওতে দলটির অধিনায়ক শাহিন আফ্রিদিকে পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করতে দেখা যায়।
তিনি বলেন, আমরা আমাদের প্রতিরক্ষা বাহিনীকে ভালোবাসি। আমরা গর্বিত পাকিস্তানি। আমরা এক জাতি। পাকিস্তান জিন্দাবাদ। আরেকটি ভিডিওতে একই কথা বলতে শোনা যায় পাকিস্তান ওপেনার ফখর জামানকেও। এছাড়া দলটির আরও বেশ কয়েকজন ক্রিকেটারকেও পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করতে দেখা গেছে।

